চীনের বিখ্যাত '১২ মেয়ের ব্যান্ড'
  2017-08-12 18:14:26  cri


প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সবাই গ্রীষ্মকালের গরমের ভেতরও সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন, তাই না? আমি লেলিন, আজ খুবই আনন্দিত আপনাদের সামনে আবার হাজির হতে পেরে। প্রতি সপ্তাহে আমি আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। কি, ভালো লাগে তো? আজকের 'সুরের ধারায়' আমি আপনাদের সাথে চীনের একটি বিশেষ ব্যান্ড দলকে পরিচয় করিয়ে দিতে চাই। কেন বিশেষ? কারণ এ ব্যান্ড দল সাধারণ ব্যান্ড দল নয়। সাধারণ ব্যান্ডের সদস্য সংখ্যা ৫ অথবা তার চেয়ে কম। তবে এ ব্যান্ডের ১২জন সদস্য আছে। সব সদস্যই মেয়ে। তাই এ ব্যান্ডের নামকরণ করা হয়েছে '১২ মেয়ের ব্যান্ড'।

'১২ মেয়ের ব্যান্ড' ২০০১ সালে চীনের বেইজিংয়ে প্রতিষ্ঠিত হয়। ব্যান্ডের সদস্যরা সবাই মেয়ে। ১২ জন সদস্যই চীনের সংগীত বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় সংগীত বিশ্ববিদ্যালয়, মুক্তি ফৌজ শিল্প ও কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ চীনের বিখ্যাত সংগীত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। তারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন। চীনের ঐতিহ্যিক বাদ্যযন্ত্র দিয়ে নতুন ও আধুনিক সংগীত সৃষ্টি করতে পারেন তারা। তাই ১২ মেয়ের ব্যান্ডের সংগীতে রয়েছে চীনের ঐতিহ্যিক সংগীতের উপাদান ও বিশ্বের সবচেয়ে জাকজমকপূর্ণ সংগীতের অনুভব। আজকের 'সুরের ধারায়' আমরা একসঙ্গে শুনবো ১২ মেয়ের ব্যান্ডের কয়েকটি প্রতিনিধিত্বশীল সংগীত। সংগীতে আপনারা চীনের ঐতিহ্যিক বাদ্যযন্ত্রের সুর শুনবেন। আচ্ছা, প্রথমে শুনুন 'ফুলের মতো বর্ষ' ও 'গৌরবময়' শিরোনামে সংগীত। মন দিয়ে শুনুন, তাহলে আপনারা সংগীতের মজার সুর অনুভব করতে পারবেন।

 

১২ মেয়ের ব্যান্ডের সংগীত কেমন লাগলো বন্ধুরা? মজার সুর শুনেছেন? সংগীতে তারা বংশী, আরহু ফিডল, গুজেংসহ চীনের ঐতিহ্যিক বাদ্যযন্ত্র বাজান। আপনারা আমাদের চীনের সংগীত পছন্দ করেন, তাই না? আজের সুরের ধারায় অনুষ্ঠানের থিম হলো ১২ মেয়ের ব্যান্ড। তাই আপনারা আরও চীনের ঐতিহ্যিক সংগীত শুনতে পারবেন। এখন ১২ মেয়ের ব্যান্ডের আরও দু'টি সংগীত শুনুন। সংগীতের নাম হলো 'পলকা' ও 'করোরাইনা মেয়ে'। আশা করি আপনারা এ দু'টি সংগীতও পছন্দ করবেন।

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আপনারা কি আমাদের সংগীতানুষ্ঠান পছন্দ করেন? আমাদের অনুষ্ঠানের বিষয়ে যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে, তাহলে চিঠি অথবা ফোনের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আজকের অনুষ্ঠানের শেষ দিকে আপনারা শুনবেন চীনের ঐতিহ্যিক সংগীত দল ১২ মেয়ের ব্যান্ডের দু'টি বিশেষ সংগীত। সংগীতের ভেতর রয়েছে গভীর চীনের গন্ধ। গানের নাম হলো 'জেসমিন ফুল'। এটা চীনের একটি খুব বিখ্যাত সংগীত। আরেকটি সংগীতের নাম হলো 'সূর্যালোক চালিকা শক্তি'। শুনুন তাহলে।

আচ্ছা বন্ধুরা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি, আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। চাইচিয়ান। (লেলিন/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040