বেইজিংস্থ বাংলাদেশ দুতাবাসে জাতীয় শোক দিবস পালন
  2017-08-15 16:34:07  cri

অগাস্ট ১৫ - বেইজিংস্থ বাংলাদেশ দুতাবাস আজ (মঙ্গলবার) ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালন করে।

এ উপলক্ষ্যে দুতাবাস চত্বরে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। বেইজিংএ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ফজলুল করিম অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন।

রাষ্ট্রদূত তাঁর আলোচনায় বলেন, জাতির পিতার জীবনের প্রধান বৈশিষ্ট্য হল আপোষহীনতা। তিনি অন্যায়ের সাথে , অন্যায্য দাবীর সাথে কখনও আপোষ করেননি। তাঁর এই বৈশিষ্ট্যকে ধারণ করে , দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে সকলকে আহ্বান জানান মোহাম্মদ ফজলুল করিম। রাষ্ট্রদূত বলেন, এর মাধ্যমেই পূরণ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ বছরের শোক দিবসের অনুষ্ঠান শুরু হয় এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নির্মিত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুতাবাসের উপ-প্রধান মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ সকল কর্মচারী, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের উপ-পরিচালক ছাও ইয়ান হুয়া সুবর্ণা এবং বেইজিংস্থ বাংলাদেশী কমিনিউটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য।

(সুবর্ণা/মহসীন )

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040