নানচিং ইয়ুনচিন জাদুঘর
  2017-08-16 14:57:45  cri

চীনের রেশম বিশ্বখ্যাত। আরও একটি উন্নত কাপড় আছে। তা হলো ইয়ুনচিন। নানচিং শহরের ইয়ুনচিন দেখতে বহুবর্ণের রঙিন মেঘের মতো, তাই একে ইয়ুনচিন বলা হয়।

সোনা, রুপা ও ময়ূরের পালক দিয়ে ইয়ুনচিন তৈরি করা হয়। অনেক বড় একটি তাঁত দিয়ে দু'জন দক্ষ শ্রমিক এক দিনে মাত্র ৫ থেকে ৬ সেন্টিমিটার ইয়ুনচিন তৈরি করতে পারেন।

হাত-বোনা ইয়ুনচিনকে শ্রেষ্ঠ কাপড় হিসেবে আখ্যায়িত করা হয়। চমত্কার ও অসাধারণ হাতে বোনা ইয়ুনচিনের ডিজাইন আধুনিক মেশিনে তৈরি কাপড়ের চেয়ে ভিন্ন।

২০০৯ সালে নানচিং ইয়ুনচিন কারুশিল্প মানবজাতির অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

অতীতে ইয়ুনচিন ছিলো রাজপরিবারের প্রতীক; বর্তমানে তা চমত্কার ফ্যাশনেবল পণ্য ও বিশ্বের উত্তরাধিকার, বিশ্বের সম্পদ!

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040