নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাত
  2017-08-17 14:07:52  cri

অগাস্ট ১৭: নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারির সঙ্গে গতকাল (বুধবার) কাঠমান্ডু সফররত চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং সাক্ষাত্ করেছেন।

সাক্ষাতে ভান্ডারি বলেন, নেপাল ও চীন সুপ্রতিবেশী ও প্রকৃত বন্ধু। নেপাল সরকার ও জনগণ চীনের সঙ্গে তার ঐতিহ্যবাহী মৈত্রী মনে রেখেছে। নেপালের জাতীয় উন্নয়ন ও ভূমিকম্পোত্তর পুনর্বাসনে চীনের সহযোগিতা ও সহায়তার জন্য কৃতজ্ঞ তার দেশ। বর্তমানে উচ্চ পর্যায়ে দু'দেশের ঘনিষ্ঠ বিনিময় হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাও সুষ্ঠুভাবে চলছে। নেপাল চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে সমর্থন করে এবং এ কাজে ইতিবাচকভাবে অংশ নিতে চায়।

সাক্ষাতে ওয়াং ইয়াং ভান্ডারিকে প্রেসিডেন্ট সি'র আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, দু'দেশের সম্পর্ক রাজনৈতিক ব্যবস্থা ও বড়-ছোট দেশের বন্ধুত্বের দৃষ্টান্ত। প্রেসিডেন্ট সি ও নেপালের শীর্ষনেতাদের মতৈক্য বাস্তবায়ন করতে চায় চীন। সেই সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে বাস্তব সহযোগিতা, যোগাযোগ ও সমন্বয় বাড়াতে ইচ্ছুক।

এদিন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা'র সঙ্গেও সাক্ষাত করেন ওয়াং ইয়াং। দু'নেতা দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতা জোরদারে একমত হয়েছেন।

(রুবি/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040