স্পেনে সন্ত্রাসী হামলায় নিহত ১৩, আহত ৮০ জন
  2017-08-18 15:47:07  cri

 

 

অগাস্ট ১৮: স্পেনের বার্সেলোনা শহরে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত ও ৮০ আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। স্থানীয় সরকার এ খবর নিশ্চিত করেছে।

এদিন বিকেলে ইউরোপের অন্যতম পর্যটন নগরী স্পেনের বার্সেলোনার লাস রামব্লাস সড়কে মানুষের ভিড়ে চলন্ত গাড়ি উঠিয়ে দেওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, হতাহত ও পর্যটকদের সরিয়ে নেয় এবং দুই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে। হতাহতদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তের পর কাতালান পুলিশ একে সন্ত্রাসী হামলা বলে জানিয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে।

হামলার পর বার্সেলোনার সাবওয়েসহ সব পাবলিক পরিবহন বন্ধ করে দেওয়া হয়। নাগরিকদের বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়।

এদিন বার্সেলোনার অন্য একটি ট্রাফিক চেকপয়েন্টে একটি গাড়ি দুই পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দু'টি ঘটনা সংযুক্ত কিনা তা জানা যায়নি।

তথাকথিত এক সংবাদ সংস্থার মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

গত বছর ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে যোগ দিতে আসা মানুষের ভিড়ে ট্রাক উঠিয়ে ৮৬ জন হত্যার এক বছরের মাথায় একই ধরনের হামলা হলো বার্সেলোনায়।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040