বেইজিংয়ে লি খ্য ছিয়াংয়ের সঙ্গে হু'র মহাপরিচালকের বৈঠক
  2017-08-19 16:27:16  cri

লি খ্য চিয়াং আর টেডরস আদহাননম

আগস্ট ১৯: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (শুক্রবার) বিকেলে চুং নান হাইয়ের 'চি কুয়াং ক্য' ভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র নবনির্বাচিত মহাপরিচালক টেডরস আদহানমের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ সময় তাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হয়।

প্রথম আফ্রিকান হিসেবে হু'র মহাপরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় আদহানমকে অভিনন্দন জানান লি খ্য ছিয়াং। তিনি আশা করেন, আদহানমের নির্বাচন উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য খাতের মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লি খ্য ছিয়াং বলেন, স্বাস্থ্য নিরাপত্তা একটি বৈশ্বিক ইস্যু, যা মানবজাতির কল্যাণের সাথে জড়িত। বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে হু'র ভূমিকার ওপর চীন বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। হু'র কর্মকাণ্ডকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাওয়ার পাশাপাশি চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় সংস্থাটির সাথে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে চায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, তার দেশের সরকার 'সুস্থ চীন' গড়ে তোলার কাজ এগিয়ে নিয়ে যাবে। চিকিত্সা-ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা খাতে প্রয়োজনীয় সংস্কারকাজও অব্যাহত রাখা হবে। শহর ও গ্রামীণ জনগণের জন্য বৈশিষ্ট্যসম্পন্ন দেশীয় চিকিত্সা-ব্যবস্থা সম্পূর্ণ করতে এবং দেশের মৌলিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও সুসংহত করতে হু চীনকে সহায়তা দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জবাবে হু'র মহাপরিচালক চীনের চিকিত্সা-ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা খাতের চলমান সংস্কারকাজের ভূয়সী প্রশংসা করেন। তিই বলেন, ইবোলা ও এইচ১এন১ বার্ড ফ্লুসহ গণস্বাস্থ্যসংক্রান্ত আকস্মিক ঘটনা মোকাবিলায় চীন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040