ভারতের বিহার রাজ্যে বন্যায় নিহতের সংখ্যা ১১৯ জনে উন্নীত
  2017-08-19 16:55:42  cri
আগস্ট ১৯: ভারতের বিহার রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এতে এক কোটির বেশি মানুষ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহতের সংখ্যা ১১৯ জনে উন্নীত হয়েছে। গতকাল (শুক্রবার) বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা এই তথ্য জানান।

কর্মকর্তা বলেন, বিগত চার দিনে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্গত অঞ্চলে ১২৩৮টি ত্রাণকেন্দ্র খুলেছে সরকার। এ সব ত্রাণকেন্দ্রে ৩ লাখ ১০ হাজার দুর্গত আশ্রয় পেয়েছেন।

তিনি আরও জানান, বর্তমানে দুর্গত অঞ্চলে ৪৩টি ত্রাণদল কাজ করছে। ত্রাণসামগ্রী পাঠাতে এবং দুর্গতদের স্থানান্তর করতে দু'টি হেলিকপ্টার ও ২ সহস্রাধিক নৌযান পাঠিয়েছে সরকার। বন্যায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়ার ঘোষণাও দিয়েছে স্থানীয় সরকার।(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040