ভারতের আসাম রাজ্যে বন্যায় নিহতের সংখ্যা ১৫৩ জনে উন্নীত
  2017-08-20 15:24:47  cri
আগস্ট ২০: ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে; নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে। গতকাল (শনিবার) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা এই তথ্য জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিসংখ্যান অনুসারে, বন্যায় আসামে এক কোটির বেশি মানুষ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাঁচ দিনে প্রায় ৪ লাখ ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া, দুর্গত অঞ্চলে ১২৮৯টি ত্রাণকেন্দ্র খুলেছে সরকার। এ সব ত্রাণকেন্দ্রে ৪ লাখ দুর্গত আশ্রয় পেয়েছেন।

স্থানীয় জলসেচ তত্ত্বাবধান বিভাগ জানিয়েছে, আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রসহ ১১টি নদীর পানি ১৫টি জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজ্যের রাজধানীও এর অন্তর্ভুক্ত।

বন্যায় কিছু রেলপথ ও সেতু ভেঙে গেছে। আসাম রাজ্য থেকে দেশের অন্যান্য স্থানে রেল-যোগাযোগ ১২ অগাস্টে ৭ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। এর নেতিবাচক প্রভাব পড়ে খাদ্য ও অন্যান্য পণ্যের দামের ওপর।

এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো সংস্কারের লক্ষ্যে ২০০০ কোটি রুপি বরাদ্দ করেছে ভারতের সরকার। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040