ছিংহাই–তিব্বত দ্বিতীয় বৈজ্ঞানিক গবেষণা-প্রকল্পের উদ্বোধন; সি চিন পিংয়ের অভিনন্দন
  2017-08-20 15:38:49  cri
অগাস্ট ২০: ছিংহাই-তিব্বত দ্বিতীয় বহুমুখী বৈজ্ঞানিক গবেষণা-প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে, প্রকল্পের সাথে জড়িত গবেষক, শিক্ষার্থী ও নিরাপত্তাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। গতকাল (শনিবার) এ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

অভিনন্দনবার্তায় প্রেসিডেন্ট সি বলেন, ছিংহাই ও তিব্বত চীনের প্রাকৃতিক সম্পদের ঘাঁটি। এ এলাকাটি দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিরাপত্তা-দেয়ালও বটে। এতদঞ্চলে যে বৈজ্ঞানিক গবেষণা-প্রকল্প বাস্তবায়নের কাজ শরু হয়েছে, তার বিশেষ তাত্পর্য রয়েছে। এ প্রকল্প ছিংহাই ও তিব্বতের টেকসই উন্নয়ন এবং চীন ও বিশ্বের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

তিনি আরও আশা করেন, প্রকল্পসংশ্লিষ্ট গবেষক, বিজ্ঞানী, শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তারা গবেষণার মাধ্যমে ছিংহাই ও তিব্বতের পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ প্রতিরোধ, ও সবুজ উন্নয়নের পথে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমির উদ্যোগে দ্বিতীয়বারের মতো ছিংহাই ও তিব্বতে এ ধরনের গবেষণা-প্রকল্প চালু হলো। এ প্রকল্পের আওতায় ছিংহাই ও তিব্বতের পানিসম্পদ, পরিবেশ ইত্যাদি নিয়ে গবেষণা করা হবে। (সুবর্ণা/আলিম/উর্মি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040