বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড
  2017-08-20 18:52:30  cri
অগাস্ট ২০: বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় নয় আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ (রোববার) ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এই রায় ঘোষণা করেন।

মামলায় অভিযোগপত্রভুক্ত ২৫ আসামির মধ্যে হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের মৃত্যুদণ্ড ইতোমধ্যেই কার্যকর হয়েছে অন্য একটি মামলায়। এ কারণে তার নাম এ মামলা থেকে বাদ দেওয়া হয়।

২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের উত্তর পাশে তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের জন্য মঞ্চ নির্মাণের সময় মাটিতে পুঁতে রাখা ৭৬ কেজি ওজনের বোমা পাওয়া যায়। পরদিন ৮০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয় কোটালীপাড়ার হেলিপ্যাড থেকে। ঘটনার একদিন পর নিজের নির্বাচনী এলাকায় দাদার নামে প্রতিষ্ঠিত ওই কলেজ মাঠে জনসভায় শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল।

এ ঘটনায় দায়ের করা দু'টি মামলার তদন্তশেষে ২০০১ সালের ৮ এপ্রিল যে অভিযোগপত্র দেওয়া হয়, তাতে আসামি করা হয় ১৬ জনকে। পরে ২০০৯ সালের ২৯ জুন নতুন করে নয় জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। দ্রুত নিষ্পত্তির জন্য ২০১০ সালের সেপ্টেম্বরে মামলা দু'টি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। (তথ্যসূত্র: ইত্তেফাক)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040