বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর মাসিক খরচ
  2017-08-21 15:32:09  cri
চীনে একটি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র ইন্টারনেটে একটি পোস্ট লিখে তার মনের কথা প্রকাশ করেছে। সে লিখেছে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার বাবা-মা প্রতি মাসে খাওয়া-দাওয়াসহ মাসিক হাতখরচ হিসেবে ১৫০০ ইউয়ান দেওয়ার কথা জানায়। কিন্তু এ টাকা যথেষ্ট নয়। সে এর প্রতিবাদ জানায় এবং বাড়ি না ফিরে ইন্টারনেট ক্যাফেতে দুই দিন কাটিয়ে দেয়। অবশেষ তারা বাবা-মা প্রতি মাসে ২০০০ ইউয়ান দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং সে বাড়িতে ফিরে আসে।

অন্য এক মা বলেন, তিনি তার মেয়েকে প্রতি মাসে ১২০০ ইউয়ান পাঠানোর কথা জানান। এতে তার মেয়ে অসন্তুষ্টি প্রকাশ করে।

প্রতি বছর নতুন সেমিস্টারের শুরুতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ইন্টারনেটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর মাসিক খরচ নিয়ে আলোচনা করে থাকে।

আজকের টপিক অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীদের মাসিক খরচ কেমন, তা নিয়েই আলোচনা করব। বাংলাদেশের শিক্ষার্থীদের মাসিক খরচ কেমন করে থাকেন, তা নিয়েও কথা বলবো।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040