'গণমাধ্যম খাতে চীন-ফিলিপিন্স সহযোগিতা সামনে এগিয়ে যাবে'
  2017-08-21 16:47:16  cri
আগস্ট ২১: গণমাধ্যম খাতে চীন ও ফিলিপিন্সের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গত শুক্রবার ম্যানিলায় চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উপ-মহাপরিচালক কুও ওয়েই মিন ফিলিপিন্সের তথ্যমন্ত্রী মার্টিন আন্দানার সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।

কুও ওয়েই মিন বলেন, চীন ও ফিলিপিন্সের জনগণের মৈত্রী ঐতিহ্যবাহী ও সুগভীর। বিগত এক বছরে দু'দেশের শীর্ষনেতাদের যৌথ প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় সুস্থ, স্থিতিশীল ও সঠিক পথ ধরে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতায় সার্বিক কল্যাণও অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, গত বছর চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ও ফিলিপিন্সের তথ্য মন্ত্রণালয় সংবাদ ও তথ্য বিনিময় এবং প্রশিক্ষণসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর পর থেকে তথ্য খাতে দু'দেশের সহযোগিতা দ্রুত উন্নত হতে শুরু করে।

জবাবে মার্টিন আন্দানার বলেন, দু'দেশের শীর্ষনেতাদের যৌথ প্রচেষ্টায় ফিলিপিন্স ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ঘনিষ্ঠতর হয়েছে। চীনের সাথে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে ইচ্ছুক তার দেশ। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040