দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু
  2017-08-21 18:34:51  cri
আগস্ট ২১: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ সামরিক মহড়া আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উলচি-ফ্রিডম গার্ডিয়ান (ইউএফজি) শীর্ষক এই মহড়ায় এবার গত বছরের তুলনায় কম মার্কিন সেনা অংশগ্রহণ করছে।

সিউলের গণমাধ্যমগুলো জানিয়েছে, মহড়ায় দক্ষিণ কোরিয়ার ৫০ হাজার সেনা অংশগ্রহণ করছে। যুক্তরাষ্ট্রের পক্ষে অংশগ্রহণকারী সেনার সংখ্যা ১৭,৫০০, যা ২০১৬ সালের চেয়ে ৭৫০০ কম।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়া চলবে ২১ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত। মহড়ার উদ্দেশ্য, দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা সুনিশ্চিত করা। মহড়ার পরিকল্পনা করা হয়েছে বিগত কয়েক মাস ধরেই।

এদিকে, গতকাল (রোববার) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস্‌ ম্যাটিস বলেন, মহড়ায় অংশগ্রহণকারী মার্কিন সেনার সংখ্যা কমার সাথে কোরীয় উপদ্বীপ পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040