কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে চীনের তাগিদ
  2017-08-21 18:52:53  cri
আগস্ট ২১: কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আবারও তাগিদ দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, সদ্য শুরু হওয়া দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া এতদঞ্চলের বিদ্যমান উত্তেজনা বাড়াবে। সকল পক্ষের উচিত 'সংযত আচরণ' করা এবং এ ব্যাপারে উত্থাপিত চীনা প্রস্তাব বিবেচনা করা।

মুখপাত্র আরও বলেন, বর্তমানে কোরীয় উপদ্বীপ পরিস্থিতি জটিল ও স্পর্শকাতর। এ অবস্থায় উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ সংশ্লিষ্ট সকল পক্ষের উচিত উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

উল্লেখ্য, কোরীয় উপদ্বীপ পরিস্থিতির উন্নয়নে বরাবরই চীন সকল পক্ষকে সংযত আচরণ করার তাগিদ দিয়ে আসছে। চীন মনে করে, উত্তর কোরিয়ার উচিত পরমাণু অস্ত্র কর্মসূচি স্থগিত করা এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত সব ধরনের যৌথ সামরিক মহড়া বন্ধ রাখা। কিন্তু দৃশ্যত কোনো পক্ষই এ প্রস্তাবে সায় দিচ্ছে না। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040