কষ্টে আছে মন
  2017-08-31 08:07:41  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে তাইওয়ানের একজন নারী কন্ঠশিল্পীকে পরিচয় করিয়ে দিবো। তিনি উ ছিয়ান লিয়ান। ১৯৬৮ সালের ৩ জুলাই এই গুনী শিলীর জন্ম। তিনি একাধারে একজন অভিনেত্রী ও কন্ঠশিল্পী। তিনি তাইওয়ান শিল্প বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৯০ সাল থেকে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তাইওয়ানের শ্রেষ্ঠ নতুন অভিনেত্রী হিসেবে মনোনীত হন। এর পর তিনি চীনের বিভিন্ন বিখ্যাত্ চলচ্চিত্র সম্পাদক ও অভিনেতার সঙ্গে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি অনেক টিভি সিরিজে অভিনয় করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'কষ্টে আছে মন' শিরোনামের গান শোনাবো।

'কষ্টে আছে মন' গানের কথা এমন, এ ধরণের মৈত্রী আমি পরোয়া করি না। আমার প্রতিটি মুখ নিয়ন্ত্রণ ভয় হয়। অশ্রু দিয়ে প্রতিক্রিয়া পরীক্ষা করি। অথবা দেই শালীন হাসি। প্রতিদানহীন ভালবাসা বলা হয় যাকে তা ভালবাসা কিনা? আমি বিশ্বাস করি যে, আমাদের উদ্যম ছিল। যদিও তোমার ছিল প্রতিক্রিয়ার অভাব, তবুও আমি আশা সৃষ্টির চেষ্টা করতে থাকি। কষ্টে মন, মনে কষ্ট ভরা। যদি এখন থেকে আমার থেকে আলাদা হতে চাও, তাহলে তাই করো। কিন্তু আমাকে ত্যাগ করার পর আমার কথা বলা শুরু করো কেন? কষ্টে মন, মনে বড্ড কষ্ট। শান্ত আড্ডা হঠাত্ উত্তেজনায় পরিণত হয়। যত আনন্দ, তত ভয় লাগে আমার। আমি ঝটিকা সিদ্ধান্ত নিতে পারি না। গোপনে ভালবাসি, আমার দুঃখ লাগে না। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ১)

আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'কষ্টে আছে মন' শিরোনামের গান। এখন আমি আপনাদেরকে 'তাঁর চেয়ে তোমাকে বেশী ভালবাসি' শিরোনামের গান শোনাবো। গেয়েছেন চৌ হুই মিন। তিনি ১৯৬৭ সালের ১০ নভেম্বর হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সাল থেকে তিনি হংকং টিভি কেন্দ্রে উপস্থাপিকার কাজ শুরু করেন। একই বছর তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ১৯৯১ সালে তিনি উপস্থাপিকার কাজ ত্যাগ করে বিনোদন জগতে প্রবেশ করেন। তিনি সংগীত মহলে বেশ সাফল্য লাভ করেন। এছাড়াও তিনি বেশ কিছু চলচ্চিত্র ও টিভি সিরিজে অভিনয় করেন এবং অনেক পুরস্কার লাভ করেন। 'তাঁর চেয়ে তোমাকে বেশী ভালবাসি' গানটি একটি ক্যান্টোনিজ গান। গানের কথা হল, যদি আমাকে বলতে হয়, তাহলে আমি বলতে চাই যে তাঁর চেয়ে তোমাকে বেশী ভালবাসি। যদি কোন ভুল থাকে, তাহলে তাঁর চেয়ে আরো আগে তোমার সঙ্গে পরিচিত। আমি সম্পূর্ণরূপে ভালোবাসার এই পানিতে ডুবে আছি। আমাকে বিশ্বাস করবে যে, তাঁর চেয়ে আমি তোমাকে বেশী ভালবাসি। তোমার জন্য আমি তাকে ত্যাগ করেছি। তুমি না থাকলে আমি অস্তিত্ব হারাব। তুমি না থাকলে আমি মরে যেতে চাই। যদি তুমি আমাকে ভুলে যেতে পারো বা আমি তোমাকে ভুলে যেতে পারি, তাহলে আমরা এত গভীরভাবে পারস্পরকে ভালবাসতে পারি না। যদি তুমি আমাকে গভীরভাবে ভালবাসো বা আমি তোমাকে গভীরভাবে ভালবাসি, তাহলে এখন থেকে আজীবন আমাকে ভালবাসতে থাকো। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা শুনছিলেন 'তাঁর চেয়ে তোমাকে বেশী ভালবাসি' শিরোনামের গান। এখন আমি আপনাদেরকে লান ইয়ৌ শি'র কন্ঠে 'লন্ডনের ভালবাসা' শিরোনামের একটি গান শোনাবো। আগের অনুষ্ঠানে লান ইয়ৌ শি'র সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দিয়েছিলাম। মনে আছে আপনাদের? এখন তাহলে আমি গানটির কথা বলে দিচ্ছি। 'লন্ডনের ভালবাসা' গানের কথা এমন, আমি লন্ডনের বায়ু শ্বাস নিচ্ছি আর শিল্পী স্টিং এর গান শুনছি। লাল রঙের টেলিফোন বুথ দেখে মনে পরে, আমি কখনো এখানে এসেছিলাম। তোমার নীল রঙের চোখ বলে আমাকে ভালবাসো। আমার মনে কেন কষ্ট, আমার মনে ছিল আমরা বিচ্ছিন্ন হবো না। আমাদের এত সুন্দর ভালবাসা, তুমি আমাকে নিয়ে সুন্দর দৃশ্য দেখে গেছো। লন্ডনের পরিচ্ছন্নতা পছন্দ করি, আমাদের ভালবাসাও পরিচ্ছন্ন। যদিও আমরা বিচ্ছিন্ন হবো, তবুও পরস্পরের মনের কথা পড়বো। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন 'লন্ডনের ভালবাসা' শিরোনামের গান। এখন আমি এফআইআর ব্যান্ডকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো । এফআইআর হল চীনের তাইওয়ানের একটি ব্যান্ড। ব্যান্ডটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। মূল ভোকালিস্ট নারী কন্ঠশিল্পী ফে, কীবোর্ড বাদক আইয়ান ও গিটার বাদক রিয়েল নিয়ে ব্যান্ডটি গঠিত হয়। তাঁদের ইংরেজী নামের আদ্যক্ষর নিয়ে ব্যান্ডটির নাম এফআইআর। তাঁদের সংগীতে লোকগীতি, রক, জ্যাজ ও রেগায়ের প্রাধান্য দেখা যায়। ২০০৪ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করার পর সারা চীনে ব্যান্ডটি জনপ্রিয় হয়ে উঠে। ২০০৫ সাল থেকে ব্যান্ডটি বেশ কয়েকটি সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের এফআইআই'র 'অর্ধচন্দ্রাকার উপসাগর' শিরোনামের গান শোনাবো। গানটির কথা এমন, প্রাচীন আকাশে, বালিতে আমাদের স্মৃতি আছে। আমি পেছনে ফিরে দেখি, এ পথ কত দীর্ঘ। স্বপ্ন পশ্চিম দিগন্তে ফিরে আসে, আমাদের ভালবাসা ভ্রমণকারীর রচনার মত। আমি রচনার কোড খোঁজে ফিরি। অর্ধচন্দ্রাকার উপসাগরের অশ্রু রেশম পথে হারিয়ে গেছে। কার হৃদয় একাকী সেখানে থাকে। সে ভাল আছে তো? আমি তাকে ভালবাসতে চাই। সে অনন্তকালের অশ্রু কিন্তু এখন বাষ্প হয়ে উড়ে যাবে। কার ভালবাসা অশ্রু'র চেয়েও বেশী শক্তিশালী। প্রতিটি বৃষ্টিফোটা আমার ডানায় পরিণত হয়ে গেছে। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন 'অর্ধচন্দ্রাকার উপসাগর' শিরোনামের একটি গান। আশা করি, গানটি সবাই পছন্দ করেছেন। শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন শোনাবো কয়েকটি বাংলা গান। আশা করি আপনাদের ভালো লাগবে।

(বাংলা গান)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ঠিকানায় পাঠালে সুবিধে হবে।

টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

(ছাই/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040