তিক্ত বিশ্বাস
  2017-09-08 09:55:25  cri


প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সবাই গ্রীষ্মকালের গরমের ভেতরও সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন, তাই না? আমি লেলিন, আজ আমি খুবই আনন্দিত আপনাদের সামনে আবার হাজির হতে পেরে। প্রতি সপ্তাহে আমি আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। কি ভালো লাগে তো? আজকের 'সুরের ধারায়' সঙ্গীতানুষ্ঠানে আমি আপনাদের সাথে চীনের একটি বিশেষ ব্যান্ডকে পরিচয় করিয়ে দিতে চাই। ব্যান্ডের নাম 'তিক্ত বিশ্বাস'।

এ নাম শুনে আপনারা অবশ্যই অবাক হয়েছেন। আপনারা কি নামটিকে অদ্ভুত মনে করছেন? হ্যাঁ, আমি বলেছি যে 'তিক্ত বিশ্বাস' একটি বিশেষ ব্যান্ড। কারণ এ ব্যান্ড চীনের একেবারে তৃণমূল পর্যায় থেকে এসেছে। 'তিক্ত বিশ্বাস' জনপ্রিয় নয়। ব্যান্ডের ৫জন সদস্যও সঙ্গীতের বিশেষজ্ঞ নন। তারা সঙ্গীত সৃষ্টি করতে পছন্দ করেন। তারা চীনের একটি বিখ্যাত সঙ্গীত স্কুল 'মিদি সঙ্গীত স্কুল' থেকে স্নাতক হওয়ার পরে এ ব্যান্ড গঠন করেন। আচ্ছা, এখন আমরা 'তিক্ত বিশ্বাস'-র দু'টি গান শুনবো, এতে আপনারা এ ব্যান্ড সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা পাবেন। পরে আমরা তাদের কথা আরো বলবো। গানের নাম হলো 'দেখা হবে, জাইক' ও 'সড়কের গান'।

 

প্রিয় বন্ধুরা, এ গান দু'টি কেমন লাগলো? এ দু'টি গানের থিম হলো ভ্রমণ। গায়ক একটি শহরে পৌঁছেছেন, তার পরে আরেকটিতে যাবেন। এ জায়গা থেকে বিদায় নিয়েছেন, পরে আরেকটিতে যাবেন। তাই গানের নাম হলো 'দেখা হবে, জাইক' ও 'সড়কের গান'। খুবই মজার, তাই না? 'তিক্ত বিশ্বাস'-র সদস্যরা কয়েক বছর ভ্রমণ করেছেন। ভ্রমণে তারা এ গানগুলো লিখেছেন। তাই তাদের গান খুবই জীবন ঘনিষ্ঠ। এখন শুনুন 'তিক্ত বিশ্বাস'-র দু'টি প্রেমের গান। একটি গানের নাম হলো তোমার জন্য গান গাইবো', খুবই মিষ্টি, তাই না? আরেকটি হলো 'পশ্চিম হ্রদ'। আপনাদের হৃদয় পশ্চিম হ্রদের মতো পরিষ্কার ও সুন্দর। শুনুন গানটি।

আপনারা বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লেলিন। যদি আরো সুন্দর সুন্দর গান শুনতে চান, তাহলে প্রতি সপ্তাহে আমাদের সঙ্গীতানুষ্ঠান শুনুন। আজকের 'সুরের ধারায়' সঙ্গীতানুষ্ঠানে চীনের একটি বিশেষ ব্যান্ড 'তিক্ত বিশ্বাস'-র গান শুনছেন। আশা করি আপনারা এ ব্যান্ডের গান পছন্দ করছেন । এখন আমরা এ ব্যান্ডের আরো গান শুনবো। 'আন ইয়ান' চীনের একটি প্রাচীন শহর। শহরটি হে নান প্রদেশে অবস্থিত । এ শহর নিয়ে 'তিক্ত বিশ্বাস' একটি গান লিখেছে। কারণ তাদের কাছে এ শহর হলো 'অন্য জায়গা'। তাই এখন আমরা এক সঙ্গে শুনবো এ দু'টি গান: 'আন ইয়ান' ও 'অন্য জায়গা'।

আচ্ছা বন্ধুরা, আজকের সঙ্গীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর সুন্দর নতুন গান।এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। চাই চিয়ান। (লেলিন/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040