মৃত শরৎ
  2017-10-09 08:41:00  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে যেসব কন্ঠশিল্পীর সাথে পরিচয় করিয়ে দেব, তাঁরা গত শতাব্দীর ৯০দশকে গোটা চীনে খুবই জনপ্রিয় ছিলেন। তাঁদের গান শুধু যে চীনে জনপ্রিয় তা নয়, বরং পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অত্যন্ত জনপ্রিয় ছিল। প্রথমে আমরা 'সিয়ানফাং' শিরোনামের একটি গান শুনবো। গেয়েছেন লি ছুন বো। তিনি ১৯৬৮ সালের ১২ নভেম্বর লিয়াওনিং শেনইয়াংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে সংগীতের প্রতি বেশ আগ্রহী হয়ে উঠেন। তিনি ১৯৯৩ সালে 'সিয়াওফাং' শিরোনামের গান প্রকাশ করেন। অর্ধেক বছরের মধ্যে গানটি বিক্রির পরিমাণ ১০ লাখ ইউয়ান ছাড়িয়ে যায়। তিনি এ বছর সারা চীনে সবচেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পীর মর্যাদা লাভ করেন। ১৯৯৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি এক মাসের মধ্যে ১০ লাখ কপি বিক্রী হয়। তিনি এ বছর পুনরায় সারা চীনে সবচেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পীর মর্যাদা লাভ করেন। ১৯৯৫ সালে তিনি একটি চলচ্চিত্রের থিম সং লিখেন। এরপর গানটির একই শিরোনামের অ্যালবাম প্রকাশ করেন তিনি। অ্যালবামটি শাংহাই এর একই জায়গায় এক সপ্তাহের মধ্যে বিক্রী হয়েছিল ১.৫ লাখ কপি। ১৯৯৬ সালে তিনি সংগীত জগত ত্যাগ করে বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রযোজনা বিভাগে লেখাপড়া শুরু করেন। ১৯৯৮ সালে তিনি নাটকে অভিনয় শুরু করেন। একই বছরে তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন। ২০০১ সালে তিনি প্রথমবারের মত চলচ্চিত্র পরিচালনা করেন। ২০০৭ সালে তিনি 'সিয়াওফাং' নামের চলচ্চিত্র ও টেলিভিশন কোম্পানি প্রতিষ্ঠা করেন।

'সিয়াওফাং' চীনা ভাষায় একটি মেয়ের নাম। গানের কথা এমন, গ্রামে একজন মেয়ে আছে, তার নাম সিয়াওফাং। সিয়াওফাংয়ের চেহারা খুবই সুন্দর এবং মন খুবই উদার। এক জোড়া বড় চোখ, বিনুনি পুরু ও লম্বা। শহরে ফিরে আসার আগের রাতে, আমার গ্রামে ছোট নদীর তীরে এসেছিলাম। অশ্রু নদীর পানির সঙ্গে প্রবাহিত হচ্ছিল। তোমাকে ধন্যবাদ জানাই যে, আমাকে ভোলবাসো। তোমার ভালবাসা আমি কখনও ভুলে যাবো না। তোমাকে ধন্যবাদ জানাই যে, আমি তোমার মনোযোগ পেয়েছি। আমার সঙ্গে এত কঠিন সময় কাটানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমি আন্তরিকভাবে তোমাকে অভিনন্দন জানাই। আমার সুহৃদয় মেয়ে, তুমি নদীর তীরে দাঁড়াও, আমি কখনও তোমাকে ভুলে যাবো না। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ১)

আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'সিয়াওফাং' শিরোনামের গান। এখন আমি কন্ঠশিল্পী মাও নিং'র পরিচয় দিব। তিনি ১৯৬৯ সালের ২৩ মে লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরের এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে ক্রীড়ায় বেশি আগ্রহী হয়ে উঠেন। ষষ্ঠ শ্রেণীতে তিনি লিয়াওনিং প্রদেশের ক্রীড়া স্কুলে ফুটবল শেখা শুরু করেন। এরপর তিনি ট্র্যাক এবং ফিল্ড ইভেন্ট শেখেন। ১৯৮৬ সালে তিনি লিয়াওনিং প্রদেশের ক্রীড়া স্কুল থেকে স্নাকত হওয়ার পর স্কুলটিতে শিক্ষকতার কাজ শুরু করেন। ১৯৮৭ সালে তিনি লিয়াওনিং প্রদেশের কলাভবনে অভিনয় শুরু করেন। ১৯৮৯ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৫ সালে তিনি বেইজিংয়ে কাজ শুরু করেন। এরপর তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। তাঁর গান চীনে খুবই জনপ্রিয়। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে মাওনিংয়ের কন্ঠে 'মৃত শরৎ' শিরোনামের গান শোনাবো।

'মৃত শরত্' শিরোনামের গানের কথা এরকম, এ মৃত শরতে ম্যাপল লিফ পড়ে আছে। আমি বুঝেছি যে, তুমি আমার একমাত্র এক না। হঠাৎ পিছনে তাকিয়ে জোর করে হাসি। আগের বিষয় বাতাসে অদৃশ্য হয়ে গেছে। কেন আমরা পরস্পরকে ভালবাসি। বিচ্ছিন্ন হব। আমরা কিভাবে বিশ্বাস করবো যে, একটি মাত্র এ স্বপ্ন। ভালবাসা চলে গেছে। একসাথে থাকতে পারবো না। আমি মাথা তুলে আকাশ দেখি। আমি চিন্তা করেছি যে, তোমার আমাকে আজীবন ভালবাসার কথা ছিল। আমার মনে কত ভালবাসা ও দুঃখ লুকিয়ে আছে। আমি আবার তোমার হাত ধরতে চাই। আমাদের দেখানো স্বপ্নে। তুমি চলে গেছ, আমার হৃদয় কান্না করে। আচ্ছা, বন্ধুরা এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন মাওনিংয়ের কন্ঠে 'মৃত শরত্' শিরোনামের গান। এখন আমি আপনাদেরকে ওয়েন চাও লুনের পরিচয় দিব। তিনি ১৯৬৮ সালের ১৮ নভেম্বরে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে সংগীতে বেশ আগ্রহী হয়ে ওঠেন চাও লুন। মাধ্যমিক স্কুলে তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। ১৯৮২ সালে তিনি একজন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী হিসেবে হংকং টেলিভিশন কেন্দ্রে উপস্থাপকের কাজ শুরু করেন। এক বছর পর তিনি বেতারে ডিজে'র কাজ শুরু করেন। ১৯৮৫ সালে তিনি সংগীত জগতে প্রবেশ করেন। ১৯৮৬ সালে তিনি প্রথম ক্যান্টোনিজ অ্যালবাম প্রকাশ করেন। একই বছর তিনি টিভি সিরিজে অভিনয় শুরু করেন। তিনি হলেন গত শতাব্দীর ৯০দশকে হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতার একজন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে ওয়েন চাও লুনের কন্ঠে 'তুমি আমার মেয়েকে নিয়ে গেছো' শিরোনামের গান শোনাবো। গানটি ১৯৯৫ সালের ১ নভেম্বর প্রকাশিত হয়।

'তুমি আমার মেয়েকে নিয়ে গেছো' শিরোনামের গানের কথা হল, আমাকে জিজ্ঞাস করবে না যে, আমার জীবন কঠিন কিনা? তুমি ও তাঁর খেলায় আসলে আমি থাকতে পারি না। এখন আমি কি বলতে পারি? তিনটি হৃদয়ের কোন সুন্দর ফলাফল হবে না। আমি কি তাঁকে অভিনন্দন জানাবো? আমি তোমাকে ঘৃণার ধারণা থেকে পরিত্রাণ পেতে পারবো না। যখন তুমি তাকে ধরে রাখো, তখন আমি একা কান্নায় ছিলাম। আমি অন্ধকারে কম্পিত হতে থাকি। তুমি আমার মেয়েকে নিয়ে গেছো। আমার হৃদয়ে দুঃখ লাগে। যেখানে থাক, তোমার আনন্দ লাগবে না। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন 'তুমি আমার মেয়েকে নিয়ে গেছো' শিরোনামের গান। এখন আমি আপনাদেরকে 'যতদিন তুমি আমার চেয়ে ভালবাস হিসাবে' শিরোনামের গান শোনাবো। গেয়েছেন কন্ঠশিল্পী চং চেন থাও। চু চেন থাও ১৯৫৩ সালের ২৩ ফেব্রুয়ারি চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি অন্য চার জনের সঙ্গে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ১৯৭৪ সালে ব্যান্ডটি প্রথম অ্যালবাম প্রকাশ করে। ১৯৭৮ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৮ সালে তিনি প্রথম নিজের অ্যালবাম প্রকাশ করেন। তিনি বেশ কয়েকটি সংগীত ও চলচ্চিত্র প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন।

'যতদিন তুমি আমার চেয়ে ভালবাস হিসাবে' শিরোনামের গানের কথা হল, আমি জানি না যে, তুমি এখন ভাল আছো কিনা? তোমার কি আমার মত কোন দুঃখ নেই। আমি এক শিশুর মত তোমাকে ভুলে যেতে পারি না। তোমার হাসি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক কয়েক বছরে তুমি ভাল আছো কিনা? কোন কোন সময় তোমার মনে হয় যে বয়স্ক হয়ে গেছ কিনা? প্রাপ্তবয়স্কের মত ভালবাসি। কোন কোন সময় আমাদের দুঃখ লাগে। বিশ্বাস করো, আমি তোমার কাছে থাকছি। আশা করি, যতদিন তুমি আমার চেয়ে ভালবাস, কোন কঠিন হবে না, এভাবে আজীবন কাটাবো। আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন 'যতদিন তুমি আমার চেয়ে ভালবাস' শিরোনামের একটি গান। আশা করি, গানটি সবাই পছন্দ করেছেন। শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা ভাষার গান শুনিয়েছি। এখন শোনাবো কয়েকটি বাংলা গান। আশা করি আপনাদের ভালো লাগবে।

(বাংলা গান)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনার কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ঠিকানায় পাঠালে সুবিধে হবে।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গ পাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

(ছাই/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040