তুমি ছিলে, আমি ছিলাম, ছিলো ভালোবাসা, আকাশ ও সমুদ্র
  2017-10-16 15:25:46  cri



মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি প্রথমে আপনাদেরকে 'তোমার কথা পড়ি' নামের গান শোনাবো। গেয়েছেন নারী কণ্ঠশিল্পী হে চিয়ে। হে চিয়ে একজন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। আগের একটি অনুষ্ঠানে আমি তাঁর পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছি।

টুটুল: 'তোমার কথা পড়ি' গানের কথা এমন, 'তোমার ব্যবহৃত শব্দ আছে, তা আমার ও আমার অশান্ত হৃদয়ের যত্ন নিতো। কিন্তু এখন তুমি কোথায়? আজ কি বার? আমি এখন আবহাওয়ায় যত্ন নিতে চাই না। তোমার দুষ্টুমি আমাকে আকর্ষণ করে। অতি খুশী হওয়ার পর আমি নিজেকে হারিয়েছি। আমার এখন দুঃখ লাগে। আমি একা চলচ্চিত্র দেখি, একা তারকা হিসাব করি, একা তোমার কথা পড়ি। আমি তোমার কথা পড়ি। তোমার সঙ্গে দূরে ভ্রমণ করতে চাই। আমি তোমাকে ভুলে যেতে চাই। আমি স্বপ্ন থেকে উঠতে চাই। আমি তোমাকে আমার বর্তমান অবস্থার কথা জানাতে চাই। আমি তোমার সঙ্গে ভবিষ্যতে মুখোমুখি হতে চাই। তুমি ছাড়া এ বিশ্ব আমার কাছে দু:খে ভরপুর'। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ১)

মুক্তা: আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'তোমার কথা পড়ি' নামের গান। এখন আমি আপনাদেরকে 'একজনের গ্রীষ্মকাল' নামের গান শোনাবো। গেয়েছেন জিয়াং সিন। জিয়াং সিন একজন অভিনেত্রী। তিনি ১৯৮৩ সালের ৮ মে চীনের সিনচিয়াং উইগুর জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমুচি শহরে জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি বড় হয়ে ওঠেন হোনান প্রদেশের জেংচৌ শহরে। তিনি সাত বছর বয়সে জেংচৌ টিভি কেন্দ্রের শিশুদের আর্ট দলে প্রবেশ করেন। আট বছর বয়সে তিনি হোনান প্রদেশের টিভি কেন্দ্রের শিশুদের আর্ট দলে প্রবেশ করেন। নয় বছর বয়স থেকে তিনি টিভি সিরিজে অভিনয় শুরু করেন। তিনি হোনান আর্ট কলেজ থেকে স্নাতক হন। বর্তমানে তাঁর অভিনীত টিভি সিরিজ সারা চীনে খুবই জনপ্রিয়। গানটি জিয়াং সিনের অভিনীত একটি টিভি সিরিজের থিম গান। গত ১৬ অগাস্ট গানটি প্রকাশিত হয়।

টুটুল: 'একজনের গ্রীষ্মকাল' গানের কথা এমন, 'গ্রীষ্মকাল, আরেকটি মিষ্টি কাল। আমি খুঁজছি, আমার কাছে কোনো মানুষ আমার মূল্যায়ন করে কিনা? সাম্প্রতিককালে আমি হয়তো কয়েকজনকে মিস করেছি। সারা ঘরে মাত্র একটি ছবি আছে। আমার কাছে একজন ব্যক্তি আছে বলে মনে করি। যে ভালোবাসা আমার জন্য, তা একদিন আসবে। আমার সে ভবিষ্যতে আসবে। আমার মনে তার চেয়ে আর কোনোকিছু উজ্জ্বল হবে না। একাকী ছবি সংগ্রহ করে আমি আমার 'মি. রাইট'-এর জন্য অপেক্ষা করছি। চলুন বন্ধুরা, এখন একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

মুক্তা: আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'একজনের গ্রীষ্মকাল' নামের গান। এখন আমি আপনাদেরকে হংকংয়ের কণ্ঠশিল্পী লিউ দে হুয়া (এন্ডি লাও)-এর পরিচয় করিয়ে দিবো। লিউ দে হুয়া ১৯৬১ সালের ২৭ সেপ্টেম্বরে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী, অভিনেতা, গীতিকার ও চলচ্চিত্র প্রযোজক। ১৯৮১ সালে তিনি হংকং টিভি কেন্দ্রের অভিনয় প্রশিক্ষণ ক্লাসে অংশ নেন। এ বছরে তাঁর অভিনীত একটি টিভি সিরিজ যুক্তরাষ্ট্রের টিভি সিরিজের পুরস্কার লাভ করে। ১৯৮২ সালে তিনি হংকং টেলিভিশনের সঙ্গে একজন অভিনেতা হিসেবে কাজ করা শুরু করেন। তিনি দেখতে খুবই সুদর্শন। তিনি চমত্কার অভিনয়ের কারণে গত শতাব্দীর ৮০ দশক থেকে এখন পর্যন্ত চীনে খুবই জনপ্রিয় । তিনি অনেক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮৫ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তখন থেকে তিনি সঙ্গীত প্রতিযোগিতায় বেশি বেশি পুরস্কার লাভ করা শুরু করেন। ‌এখন আমি লিউ দে হুয়া'র কণ্ঠে 'একসঙ্গে কাটানো দিন' নামের গান শোনাবো।

(গান ৩)

টুটুল: 'একসঙ্গে কাটানো দিন' গানের কথা এমন, 'আমাদের একসঙ্গে কাটানো দিনগুলো কিভাবে আমার সামনে আসবে। এখন আমি একা আছি। কিভাবে তোমাকে জানাবো আমার মনের কথা। কখনো কখনো কোনো মানুষ আমাকে বোঝে। কিন্তু শুধুমাত্র তুমিই আমাকে ভালোবাসতে। আমাদের একসঙ্গে কাটানো দিনগুলোয়, তুমি ছিলে, আমি ছিলাম, ভালোবাসা ছিলো, ছিলো বাঁচা-মরা। অনেক কঠিন অবস্থার সম্মুখীন হলেও আমার কোনো ভয় ছিলো না। কারণ তুমি ছিলে, আমি ছিলাম, ভালোবাসা ছিলো; ছিলো আকাশ, সমুদ্র ও ভূমি।

ভবিষ্যত অনুমান করা যায় না, কিন্তু বর্তমান আমাদের জীবন মূল্যায়ন করো। গভীরভাবে ঘুমাচ্ছি, কার সঙ্গে আগের জীবন উপভোগ করতে পারি। আমি বেঁচে আছি, কিন্তু মন হারিয়ে গেছে। যখন তোমার সঙ্গে ছিলাম, তখন আমি বুঝিনি তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। বর্তমানে কাকে আমার মনের অবস্থা জানাতে পারি'। বন্ধুরা, এখন একসঙ্গে গানটি শোনা যাক, কেমন?

(গান ৩)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন লিউ দে হুয়া'র কণ্ঠে 'একসঙ্গে কাটানো দিন' নামের গান। এখন আমি আপনাদেরকে ওয়াং ফেই'র কণ্ঠে 'দ্রুত কাটানো বছরগুলো' নামের গান শোনাবো। ওয়াং ফেই একজন নারী কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। আগের একটি অনুষ্ঠানে আমি তাঁর পরিচয় আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করি মনে আছে আপনাদের।

টুটুল: এখন আমি 'দ্রুত কাটানো বছরগুলো' গানের কথা একটু জানাবো। গানটির কথা প্রায় এমন, 'দ্রুত কাটানো ওই কয়েকটি বছরে আমরা কয়েক বার পুনর্মিলনের কথা বলেছিলাম। কিন্তু আমাদের পুনরায় দেখা হয় নি। দ্রুত কাটানো ওই কয়েকটি বছরে আমরা স্বপ্নের জন্য নিজের প্রতিশ্রুতি ত্যাগ করেছিলাম। কেউ প্রতিশ্রুতি বাস্তবায়ন করি নি। আমাদের ভালোবাসা পুনরায় হবে না। যদি কোনো দিন আমাদের পুনরায় দেখা হয়, তাহলে কেউ রাগ করবো না। দ্রুত কাটানো ওই কয়েকটি বছরে আমরা প্রতিশ্রুতি বুঝি নি, আমরা পরস্পরকে পুরোপুরি ভালোবাসি নি। আমাদের পুনর্মিলন হতে পারে কিনা'?

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'দ্রুত কাটানো বছরগুলো' শিরোনামের একটি গান। আশা করি, গানটি সবাই পছন্দ করেছেন। শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন শোনাবো কয়েকটি বাংলা গান। আশা করি আপনাদের ভালো লাগবে।

(বাংলা গান)

টুটুল: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনার কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মুক্তা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040