সরকারি বাহিনীকে কিরকুকে প্রবেশের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর
  2017-10-16 16:50:14  cri
অক্টোবর ১৬: ইরাকের প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদি আজ (সোমবার) সকালে দেশটির সরকারি বাহিনীকে বিতর্কিত কিরকুক প্রদেশে প্রবেশের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর বরাদ দিয়ে ইরাকের জাতীয় টেলিভিশন জানায়, আবাদির নির্দেশ অনুযায়ী ইরাকি সন্ত্রাসদমন বাহিনী, পুলিশ ও নবম সাঁজোয়া ডিভিশনসহ সরকারি বাহিনী কিরকুকের কিছু অঞ্চলে মোতায়েন করা হয়।

উল্লেখ্য, দীর্ঘকাল ধরে ইরাকের কুর্দিস্তান ও দেশটির কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তেজনা চলছে। কুর্দিস্তানের সশস্ত্রদের নিয়ন্ত্রিত কিরকুক প্রদেশসহ কিছু কিছু অঞ্চলকে বিতর্কিত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়। বিশ্লেষকরা মনে করেন, কেন্দ্রীয় সরকার বলপ্রয়োগে এ অঞ্চলগুলোতে প্রবেশ করলে সংঘাত সৃষ্টি হতে পারে। (রুবি/টুটুল/ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040