সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের উদ্বোধন; সি চিন পিংয়ের রাজনৈতিক প্রতিবেদন পেশ
  2017-10-18 09:36:33  cri

অক্টোবর ১৮: বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের উদ্বোধন হয়েছে আজ (বুধবার) সকালে। উদ্বোধনী অনুষ্ঠানে সিপিসি'র সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পার্টির অষ্টাদশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে চীনের ভবিষ্যত উন্নয়নের দিক্‌-নির্দেশনা দেওয়া হয়।

সপ্তাহব্যাপী জাতীয় কংগ্রেসে সিপিসি'র ৮.৯ কোটিরও বেশি সদস্যের মধ্য থেকে নির্বাচিত ২ সহস্রাধিক প্রতিনিধি প্রেসিডেন্ট সি'র উপস্থাপিত প্রতিবেদন ও আগের মেয়াদের কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের কর্ম-প্রতিবেদন পর্যালোচনা এবং 'চীনা কমিউনিস্ট পার্টি সনদ (সংশোধন)' যাচাই করবেন। প্রতিনিধিরা নতুন মেয়াদের জন্য পার্টির কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনও নির্বাচন করবেন।

উল্লেখ্য, চীনের ক্ষমতাসীন সিপিসি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। দলটির জাতীয় কংগ্রেস প্রতি পাঁচ বছরে একবার অনুষ্ঠিত হয়। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040