আইপিইউ'র ১৩৭তম সম্মেলন রাশিয়ায় অনুষ্ঠিত
  2017-10-19 14:11:27  cri
অক্টোবর ১৯: বিভিন্ন দেশের আন্তঃসংসদীয় ইউনিয়ন আইপিইউ'র ১৩৭তম সম্মেলন ১৪ থেকে ১৮ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটারসবার্গে অনুষ্ঠিত হয়। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান চাং পিং'র নেতৃত্ব চীনা প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেয়।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল 'বিভিন্ন বিশ্বাস এবং আন্তঃজাতি সংলাপের মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শান্তি এগিয়ে নিয়ে যাওয়া'। সম্মেলনে চাং বলেন, আমাদের উচিত বিশ্বের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান করা। সংলাপের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মধ্যে বিনিময় ও শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়া। মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা সম্পর্কিত চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত চিন্তাধারা সভ্যতার পারস্পরিক বিনিময় ত্বরাণিত্ব করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করে বর্ণময় বিশ্ব সংস্কৃতি প্রতিষ্ঠা করতে ইচ্ছুক চীন।

সম্মেলনকালে বেলারুশ, রাশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান এবং ব্রাজিলের জাতীয় সংসদের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করাসহ বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন চিয়াং।

(জিনিয়া ওয়াং/মহসীন/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040