ফিলিস্তিন সমস্যা সমাধানে আন্তর্জাতিক সমাজকে যৌথ প্রচেষ্টা চালানোর আহ্বান চীনা প্রতিনিধির
  2017-10-19 16:26:53  cri
অক্টোবর ১৯: ফিলিস্তিন সমস্যা সমাধানে আন্তর্জাতিক সমাজকে যৌথ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘে ভারপ্রাপ্ত চীনা রাষ্ট্রদূত উ হাই থাও। গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদের মধ্য-প্রাচ্য পরিস্থিতি ও ফিলিস্তিন বিষয়ক উন্মুক্ত বিতর্কে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

উ হাই থাও বলেন, ফিলিস্তিন সমস্যা বহু বছর ধরে অব্যাহতভাবে চলছে। এটি মধ্য-প্রাচ্য সমস্যার কেন্দ্র এবং আঞ্চলিক সমস্যার মূল বিষয়। বৈঠক ও সংলাপের মাধ্যমে ফিলিস্তিন সমস্যার রাজনৈতিক সমাধান দ্রুততর করা উচিত, যা ফিলিস্তিন ও ইসরাইলের জনগণের মূল স্বার্থের পাশাপাশি আঞ্চলিক টেকসই ও স্থিতিশীলতার জন্য অনুকূল।

তিনি আরও বলেন, ফিলিস্তিন ও ইসরাইল পরিস্থিতি এখনও স্পর্শকাতর। বসতি নির্মাণ নিয়ে বিতর্ক বিরাজমান। গাজা অঞ্চলে মানবতাবাদ কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন। আন্তর্জাতিক সমাজের উচিত ফিলিস্তিন সমস্যার রাজনৈতিক সমাধান দ্রুততর করা। (রুবি/টুটুল/ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040