রাশিয়ার দূরপ্রাচ্যে রুশ-ভারত যৌথ মহড়া শুরু
  2017-10-20 19:32:00  cri
অক্টোবর ২০: রাশিয়া ও ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী গতকাল (বৃহস্পতিবার) রুশ দূরপ্রাচ্যের প্রিমোস্কি ক্রাইয়ের জল, স্থল এবং জাপান সাগরে 'ইন্দ্র ২০১৭' শিরোনামে যৌথ মহড়া শুরু করেছে।

রুশ সামরিক কর্তৃপক্ষ জানায়, এ মহড়া ১০ দিন চলবে। এর লক্ষ্য হচ্ছে জলদস্যু, আন্তর্জাতিক সন্ত্রাসীসহ নানা হুমকি মোকাবিলা করা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এক খবরে জানা গেছে, রাশিয়ার প্রহরী জাহাজ, দূরপ্রাচ্য সামরিক ঘাঁটির পদাতিক ও বিমান সেনা এ মহড়ায় অংশ নিচ্ছে।

অন্যদিকে, ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর ৯১০জন সেনা এ মহড়ায় অংশ নিচ্ছে। এছাড়া ভারতের সতপুরা ও কাদমাত প্রতিরক্ষামূলক জাহাজও এতে অংশ নিচ্ছে। মহড়ায় ভারতের পাইলটরা রুশ বিমান ব্যবহার করবেন। (রুবি/টুটুল/ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040