ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদন থেকে সচ্ছল সমাজ নির্মাণের আস্থা পেয়েছে চীনা জনগণ
  2017-10-20 20:20:18  cri

অক্টোবর ২০: বেইজিংয়ে চলমান চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেস চীনা জনগণের প্রতি উচ্চ মানের নজর দিয়েছে। ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 'গভীরভাবে দারিদ্র বিমোচনের জন্য সংগ্রাম করতে হবে। সকল জনগণ যেন একযোগে নির্মাণ ও উপভোগের উন্নয়নে আরো বেশি লাভবান হতে পারে তা নিশ্চিত করতে হবে। নিরন্তরভাবে মানুষের সর্বক্ষেত্রের বিকাশ অগ্রসর করতে হবে। জনগণের অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়ন করতে হবে।'

ইয়ুন্নান ও ছিংহাইসহ বিভিন্ন অঞ্চলের জনসাধারণ এ প্রতিবেদন শুনার পর জানান, তাদের সচ্ছল সমাজের লক্ষ্য বাস্তবায়নের আস্থা আরো বেড়েছে।

চীনের ইয়ুন্নান প্রদেশের ছুসিয়াং বিভাগের ইয়োংরেন জেলার চালিম গ্রামের অধিবাসী হ্য শাও ফেন বলেন, 'এখন পার্টি ও দেশ আমাদের গ্রামাঞ্চলে অনেক সুযোগসুবিধা দিয়েছে। আগে বাইরে যাওয়ার কোনো রাস্তা ছিল না। এখন পরিবহনের অবস্থা ভালো হয়েছে। গ্রামে নতুন ধরনের সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থাও উন্নত হয়েছে। বাচ্চাদেরও যত্ন নিয়েছে আমাদের দেশ।'

গ্রামবাসী ইয়াং শি ইয়ান বলেন, 'প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী ৩০ বছরে আমাদের গ্রামে নানা সুবিধাজনক নীতি পরিবর্তিত হবে না। এর ফলে আমাদের দারিদ্র বিমোচনের আস্থা আরো বেড়েছে।'

উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের হাইপেই তিব্বতি জাতির স্বায়ত্তশাসিত বিভাগের সিহাই জেলার অধিবাসী চিহোশেংমু বলেন, 'গেল পাঁচ বছরে আমাদের জীবনের আকাশ পাতাল পরিবর্তন হয়েছে। এখানে বিদ্যুত চালু হয়েছে। ইন্টারনেটও আছে। প্রতি দিন আমি বেতারের মাধ্যমে ঊনবিংশ জাতীয় কংগ্রেসের নানা তথ্য শুনি। আমাদের দেশের আরো সমৃদ্ধি ও শক্তি কামনা করি।' (ইয়ু/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040