আবুধাবিতে ৪৪তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা শেষ
  2017-10-20 20:26:42  cri

অক্টোবর ২০: ৪৪তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা গতকাল (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সমাপ্ত হয়েছে। চীনের ৫২ জন নবীন মিস্ত্রি মোট ১৫টি স্বর্ণপদক, ৭টি রোপ্যপদক, ৮টি ব্রোঞ্জপদক ও ১২টি বিজয়ী পুরস্কার পেয়েছেন। স্বর্ণপদকের সংখ্যার দিক থেকে চীনা দল প্রথম স্থানে রয়েছে এবং দলটি ইতিহাসে সেরা ফলাফল সৃষ্টি করেছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চীনা দলের মিস্ত্রিরা হলুদ রঙের জামা ও সাদা রঙের পায়জামা পড়ে মঞ্চে ওঠেন। তারা চীনের পাঁচ তারকাবিশিষ্ট লাল পতাকা উঁচু করে তুলে ধরেন।

চীনা দলের প্রধান, মানবসম্পদ ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয়ের পেশাগত দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান চাং লি সিন সাংবাদিকদের বলেন, চীনা দল ছয়টি বিভাগে সবগুলো স্বর্ণপদক জয় করে, বিশ্বের কাছে চীনের পেশাগত দক্ষতা উন্নয়নের গোটা শক্তি ও যুবকদের সুদক্ষ কৌশল প্রকাশ করে।

তিনি আরো বলেন, এ প্রতিযোগিতার আগে শাংহাই মহানগর সাফল্যের সঙ্গে ৪৬তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা আয়োজনের অধিকার অর্জন করে। চীনা দলের প্রতিযোগিতায় সুফল অর্জন আর প্রতিযোগিতাটি আয়োজন করার দু'টি লক্ষ্য বাস্তবায়িত হয়েছে।

উল্লেখ্য, বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা প্রতি দু'বছরে একবার অনুষ্ঠিত হয়। তাকে 'বিশ্বের দক্ষতা অলিম্পিক গেমস' বলা হয়। ৪৫তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা ২০১৯ সালে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হবে। ২০২১ সালে ৪৬তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হবে। (ইয়ু/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040