সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের ওপর গুরুত্বারোপ করছে রাশিয়া: পুতিন
  2017-10-21 10:01:05  cri
অক্টোবর ২১: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার দেশটির সোচিতে 'ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাব'-র বার্ষিক সম্মেলনে বলেন, তাঁর সঙ্গে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। বিভিন্ন ইস্যুতে রাশিয়া ও চীন অনেক মতৈক্যে পৌঁছেছে। চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের ওপর গুরুত্বারোপ করছে রাশিয়া। বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি হিসেবে চীন রাশিয়ার সঙ্গে আরও বিশাল সহযোগিতামূলক পরিকল্পনা বাস্তবায়ন করবে।

পুতিন বলেন, এবারের ঊনবিংশ জাতীয় কংগ্রেস খুবই উন্মুক্ত। সম্মেলনে বিদেশি সাংবাদিকরা আমন্ত্রিত হয়েছেন। তিনি বলেন, নিঃসন্দেহে, চীনা প্রেসিডেন্ট সি'র কর্ম-প্রতিবেদন ও প্রতিবেদনসংক্রান্ত আলোচনা থেকে স্পষ্ট যে, ভবিষ্যতের উন্নয়নে চীন প্রচেষ্টা চালিয়ে যাবে। রাশিয়ার সর্বোচ্চ বাণিজ্য অংশীদারি দেশ হিসেবে চীন ও রাশিয়ার মধ্যে বিশাল সহযোগিতামূলক পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে মহাকাশ, উচ্চ প্রযুক্তি ও জ্বালানি।

পুতিন আরো বলেন, তিনি ও চীনা প্রেসিডেন্ট সি মুখোমুখি হওয়ার সময় পরস্পরকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। এটি দু'জনের ব্যক্তিগত সম্পর্কের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া ছাড়াও দু'দেশের স্বার্থ রক্ষার সাথেও সম্পর্কিত। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040