আমি দুঃখ পাবো বলে ভয় পেয়ো না
  2017-10-21 17:13:21  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি কণ্ঠশিল্পী লি জিনের পরিচয় করিয়ে দিবো। তিনি ১৯৬৭ সালের ১৩ জুলাই চীনের সিছুয়ান প্রদেশের মিয়ানইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী, সুরকার, উপস্থাপক ও চলচ্চিত্র প্রযোজক। তিনি ১৯৮৭ সালে সিছুয়ান টেলিভিশন কেন্দ্রের একটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সঙ্গীত জগতে প্রবেশ করেন। ১৯৯২ সালে তিনি কুয়াংচৌ প্রদেশে গান এবং নাচের অনুষ্ঠানে কণ্ঠশিল্পী ও উপস্থাপকের কাজ শুরু করেন। ১৯৯৩ সালে তিনি তিনটি গান প্রকাশ করেন। ১৯৯৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি এই অ্যালবাম দিয়ে সারা চীনে জনপ্রিয় হন। ১৯৯৮ সালে তিনি যুক্তরাষ্ট্রে চীনের অভ্যন্তরীণ অঞ্চলের প্রথম শিল্পীবিষয়ক ওয়েবসাইট প্রতিষ্ঠা করেন। ২০০০ সালে তিনি নিজের শিল্পকোম্পানি প্রতিষ্ঠা করেন। একই বছর তিনি চীনের এক নম্বর ওয়েবসাইটবিষয়ক কণ্ঠশিল্পীর মর্যাদা লাভ করেন। এর পর তিনি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন এবং সব সময় 'টিভি শো'-তে অংশ নেন। আজকের অনুষ্ঠানে আমি তাঁর প্রথম অ্যালবামের অন্তর্ভুক্ত একটি গান শোনাবো। গানের শিরোনাম 'তুমি অন্য স্থানে ভালো আছো কিনা?'

টুটুল: 'তুমি অন্য স্থানে ভালো আছো কিনা?' গানের কথা এমন, 'আবার তোমার হাত ধরি, তোমাকে বিদায় বলি। সেই বৃষ্টিভেজা রাতে তোমাকে জন্মস্থান থেকে দূরে পাঠিয়েছি। সেই তীব্র বৃষ্টিতে আমরা পরস্পরের হৃত্স্পন্দনের শব্দ শুনি নি। আমরা বারবার আমাদের দুঃখের কথা বলেছি। কিন্তু অনুভূতি প্রকাশ করতে পারি নি। আমার দৃষ্টিসীমায় আবিষ্কার করি যে, তুমি চলে গেছো। তুমি এখন অন্য স্থানে ভাল আছো কিনা? আমার কাঁধের কথা কখনো মনে পড়ে কিনা? হাতে তোমার ছবি ধরি, কিন্তু মনে করি তুমি খুবই দূরে আছো। আজ তুমি ভালো আছো কিনা?' আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ১)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'তুমি অন্য স্থানে ভালো আছো কিনা?' নামের গান। এখন আমি আপনাদেরকে 'যখন মানুষ শক্তিশালী হয়' নামের গান শোনাবো। গেয়েছেন লিন চি সিয়াং। তিনি ১৯৪৭ সালের ১২ অক্টোবর চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে প্রথম ইংরেজি অ্যালবাম প্রকাশ করেন। ১৯৭৯ সাল থেকে তিনি টিভি সিরিজে অভিনয় শুরু করেন। ১৯৮০ সালে তিনি হংকংয়ের সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তিনি গত শতাব্দীর ৮০ ও ৯০ দশকে সারা চীন এমন কি দক্ষিণ-পূর্ব এশিয়ায় খুব জনপ্রিয় ছিলেন।

টুটুল: 'যখন মানুষ শক্তিশালী হয়' নামের গানটির কথা প্রায় এমন, 'উজ্জ্বল মিলিয়ন অহংকার সম্মুখীন হচ্ছে, লাল সূর্যের মত রক্ত..., হাজার হাজার মাইল দূরত্বে মনের দৃষ্টি। আমি ভালোভাবে একটি কঠিন কাজ করছি; একটি দিন আত্ম উন্নতির জন্য একটি ভালো মানুষ হতে। আমার জন্য সাগর এবং আকাশকে শক্তি দিন। পরিষ্কার নীল আকাশ এবং উজ্জ্বল তারুণ্য দেখার শক্তি আমার আছে। একজন ভালো মানুষ হতে চাই। অন্ত্রের রক্ত গরম গরম। সূর্যের তুলনায় আরো উজ্জ্বল'। তো বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

মুক্তা: আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'যখন মানুষ শক্তিশালী হয়' নামের গান। এখন আমি আপনাদেরকে চাং সি চে'র পরিচয় করিয়ে দিবো। তিনি ১৯৬৭ সালের ২৬ মার্চ চীনের তাইওয়ানের ইউনলিন জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও অভিনেতা। তিনি ১৯৮৯ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৫ সালে তিনি নিজের সঙ্গীত স্টুডিও প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সাল থেকে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পীর মর্যাদা লাভ করেন। এছাড়াও তিনি অনেক রেস্টুরেন্টের মালিক। আজকের অনুষ্ঠানে আমি চাং সিন চে'র কণ্ঠে 'আমি দুঃখ পাবো বলে ভয় পেয়ো না' নামের গান শোনাবো।

টুটুল: 'আমি দুঃখ পাবো বলে ভয় পেয়ো না' গানের কথা হল, 'দীর্ঘকাল তোমার চিঠি পাই নি। দীর্ঘকাল কোনো মানুষ আমাকে ম্যাসেজ পাঠায় নি। তোমার কোমল চোখ মিস করি। তোমার চোখ হল আমার আকাশে সবচেয়ে উজ্জ্বল তারকা। অন্য স্থানের রাত খুবই ঠাণ্ডা। আমি জানি না, তুমি এখন কোথায়। তুমি কি আমার মত আমার কথা পড়ছো? আমি কখনো তোমাকে প্রতিশ্রুতি দিতে পারি নি। কারণ আমি জানি, আমাদের বয়স খুব কম। যে কথা আমার হৃদয়ে গোপন আছে, তা এখন আমি বলতে পারি। আমার হৃদয় তোমাকে ভালোবাসে; সবসময় তোমার সঙ্গে থাকে। তোমার ও তার মধ্যে এখন কি ভালোবাসা আছে। আমাকে জানাবে। আমি দুঃখ পাবো বলে ভয় পেয়ো না'। বন্ধুরা, তাহলে চলুন একসঙ্গে গানটি শুনি।

(গান ৩)

মুক্তা: আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'আমি দুঃখ পাবো বলে ভয় পেয়ো না' নামের গান। এখন আমি আপনাদেরকে 'আগামীকাল আরো সুন্দর হবে' নামের গান শোনাবো। গানটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়। চীনের প্রায় ৬০জন বিখ্যাত কণ্ঠশিল্পী একসঙ্গে গানটি রচনা করেন এবং কণ্ঠ দেন।

টুটুল: গানের কথা প্রায় এমন, 'হঠাৎ ঘুমন্ত আত্মা জেগে ধীরে ধীরে তোমার চোখ খুলবে। দেখো সে ব্যস্ত বিশ্ব এখনো একা কেটে যায়। বসন্তকালীন বাতাস তরুণের মন বুঝতে পারে না। গতকালের চোখের অশ্রু স্মৃতির সঙ্গে শুষ্ক হয়ে গেছে। মাথা তুলে আকাশে পাখা খুঁজি, অভিবাসী পাখি দূরে দুর্ভিক্ষ ও যুদ্ধের খবর নিয়ে এসেছে। দূরের জায়গাকে অভিনন্দন জানাই। তোমার উদ্যমতা গেয়ে উঠবে। আমাদের হাসিতে তরুণের আলো ভরপুর। আগামীকালের জন্য একটি পবিত্র প্রার্থনা করবো'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'আগামীকাল আরো সুন্দর হবে' শিরোনামের একটি গান। আশা করি, গানটি সবাই পছন্দ করেছেন। শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন শোনাবো কয়েকটি বাংলা গান। আশা করি আপনাদের ভালো লাগবে।

(বাংলা গান)

টুটুল: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মুক্তা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040