হ্যালো চায়না: ৯৭. জিনিসপত্র (পূর্ব ও পশ্চিম)
  2017-10-27 14:15:35  cri

'তুং' এবং 'শি' দু'টি দিক। একসঙ্গে এর অর্থ কি ? পূর্ব-পশ্চিম ? তাহলে চীনারা কেন সবসময় 'তুংশি' কিনতে বলে? 'তুং' আর 'শি' কি কেনা যায়? আসলে 'তুংশি' একসঙ্গে করলে দিকের পরিবর্তে ভিন্ন অর্থ প্রকাশ করে। আর সেটি হলো, জিনিসপত্র। কথিত আছে, প্রাচীন তুংহান আমলে পূর্ব ও পশ্চিম দুই দিকে দু'টি শহর ছিল। পূর্ব দিকের শহরে জিনিস কেনা বা 'তুং' কেনা বলা হয় এবং পশ্চিম দিকের শহরে গিয়ে কেনাকাটা করাকে 'শি' কেনা বলা হয়। এরপর লোকেরা 'তুংশি' শব্দটি জিনিসপত্রের প্রতিশব্দ হিসেবে ব্যবহার শুরু করলো। এখন কেউ প্রশ্ন করতে পারেন কেন 'তুংশি' (পূর্ব ও পশ্চিম) দিয়ে জিনিস ব্যবহার করে বরং 'নানপেই' (উত্তর ও দক্ষিণ) ব্যবহার না করে? আসলে প্রাচীনকালে চীনারা মনে করতো, 'কাঠ' ছিল পূর্ব, 'স্বর্ণ' ছিল পশ্চিম, 'আগুন' ছিল দক্ষিণ, 'পানি' ছিল উত্তর প্রতীক এবং 'মাটি' ছিল মধ্যাঞ্চলের প্রতীক। বাঁশের ঝুড়ি দিয়ে 'কাঠ ও স্বর্ণ' বহন করা যায়, কিন্তু 'আগুন ও পানি' বহন করা যায় না। তখন থেকেই জিনিসপত্র বোঝাতে 'পূর্ব ও পশ্চিম' বা 'তুংশি' শব্দটির ব্যবহার শুরু হয়।

'তুংশি' শব্দটি ব্যবহারের বিশেষ পদ্ধতি রয়েছে। সাধারণত জিনিসপত্র বা পশু-পাখির বর্ণনা দেয়ার সময় এ শব্দের ব্যবহার হয়ে থাকে। তবে, মানুষ সম্পর্কে এ শব্দ ব্যবহার করা হলে তা অপমানজনক বা গালাগালি অর্থ প্রকাশ করে। বিদেশি ছাত্রছাত্রীরা 'তুংশি'র সঠিক ব্যবহার না জানার কারণে বেশ মজার মজার কথা বলে থাকে। যেমন, 'শিক্ষক আপনি তুংশি নন, আমিও তুংশি নই' এমন কৌতুক প্রচলিত রয়েছে। সেজন্য 'এ মানুষটি তুংশি নয়' বা 'তুমি কি তুংশি ?' এক ধরনের গালাগালি জাতীয় কথা। তবে বয়স্ক লোকেরা ছোট বাচ্চাকে 'ছোট তুংশি' বলে ডাকার মাধ্যমে পছন্দ ও ভালোবাসার অনুভূতি প্রকাশ করে। এটি যেনো ভুলে যাবেন না !

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040