একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশম পথের আন্তর্জাতিক মেলা-২০১৭-এর বিশেষ সাক্ষাত্কার (২)
  2017-10-28 20:58:21  cri


সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। খোলামেলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

সম্প্রতি একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশম পথের আন্তর্জাতিক মেলা-২০১৭ চীনের কুয়াংতুং প্রদেশের তুংকুয়ান শহরে শেষ হয়েছে।

মেলা কর্তৃপক্ষ সুত্র থেকে জানা গেছে, ৭৯টি দেশ ও অঞ্চল এবারের মেলায় অংশ নেয়। মেলা চলাকালে মোট ৭৫৮টি চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত এসব চুক্তির আর্থিক মূল্য ২১৯ বিলিয়ন ইউয়েন রেনমিনপি। সংখ্যাগত ভাবে এই বৃদ্ধি গত বছরের তুলনায় ৫.৯ শতাংশ।

মেলায় বাংলাদেশের পর্যটন উন্নয়ন ব্যুরো, এপেক্স, রং ইত্যাদি ১৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশি উদ্যোক্তারা সঙ্গে করে নিয়ে এসেছেন চামড়ার পণ্য, হস্তজাত পণ্য, ইত্যাদি। আমার সহকর্মী আলিমুল হক নিজেই মেলায় গেছেন এবং সেখানে 'থ্রি টেক' কোম্পানির সিইও তাস্‌নিম আলম শাহিন-এর সঙ্গে মেলা সংক্রান্ত এক সাক্ষাত্কার নিয়েছেন। আজকের অনুষ্ঠানে শুনুন সাক্ষাত্কারটি।

সুপ্রিয় শ্রোতা, আজকের খোলামেলা এ পর্যন্ত। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040