হ্যালো চায়না: ৯৮. মহামূল্যবান দ্রব্য
  2017-11-08 09:46:51  cri


সাধারণত যখন 'পাও পেই' বলে এক ধরনের মিষ্টি অনুভূতি প্রকাশ করা হয়। কারণ যে কোনো প্রিয় মানুষ বা সুন্দর ও মহামূল্যবান দ্রব্যকে 'পাও পেই' বলা হয়। আপনার ছোট বিড়াল বা কুকুরটিকে 'পাও পেই' বলে ডাকতে পারেন এবং প্রেমিক ও প্রেমিকাও পরস্পরের 'পাও পেই'। বাবা মা ও বয়স্ক লোকজন তাদের সন্তানকে 'পাও পেই' বলে থাকেন। বর্তমানে 'পাও পেই' যে শুধু ঘনিষ্ঠ সম্পর্ক বা অন্তরঙ্গ বন্ধুদের মধ্যে ব্যবহৃত হয়, তা কিন্তু নয়। লোকেরা 'পাও পেই'র মতো লাভলি ও সুন্দর মেয়েকে 'পাও পেই' বলে ডাকে। যেমন বাস্কেটবল বা ফুটবল খেলায় সুন্দর ও আকর্ষণীয় চিয়ারলিডারকেও 'পাও পেই' বলে ডাকা হয়।

আপনি কি জানেন, প্রাচীনকালে পাও পেই বলে কি বোঝানো হত? এটি সমুদ্রতীরের এক ধরনের বিশেষ ও সুন্দর খোলস। চীনের সমুদ্রতীর এলাকায় পাও পেই-এর ৪০টিরও বেশি ব্যবহার আছে। এর মধ্যে সবচেয়ে সাধারণ ব্যবহার হলো, 'হুও পেই', এটি এক ধরনের ছোট খোলস, প্রাচীনকালে মুদ্রা হিসেবে এটি ব্যবহৃত হত। বর্তমানে আমরা 'পেই' অক্ষর লেখার সময় খোলসের আকার দিয়ে লেখি। চীনা শব্দের মধ্যে মুদ্রার সঙ্গে সম্পর্কিত অক্ষর বা শব্দগুলো লেখার সময় 'পেই' শব্দটি ব্যবহার করা হয়। যেমন 'ছাই' (সম্পত্তি), 'কুই' (দামী) আর 'চাং' (গণনা) ইত্যাদি।

মুদ্রা হিসেবে ব্যবহার ছাড়াও লোকজন সুন্দর খোলস দিয়ে বিভিন্ন শিল্পকর্ম করে থাকে। এক ধরনের খোলস দিয়ে ওষুধ তৈরি করা হয়। যেমন, চীনা ওষুধের নাম 'পেই ছি', এটি বিষাক্ত উপাদান দূর করার কাজ করে। বেশিরভাগ খোলস গ্রীষ্মমণ্ডলীয় বা অর্ধ গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্রাঞ্চলে দেখা যায়। চীনের ফুচিয়ান, তাইওয়ান, কুয়াংতু ও হাইনান প্রদেশের সমুদ্রতীরে এসব খোলস পাওয়া যায়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040