হ্যালো চায়না: ৯৯.সংখ্যা
  2017-11-10 16:35:17  cri


বিশ্বের অনেক দেশের মানুষ বেশ কিছু সংখ্যার ওপর নেতিবাচক মনোভাব পোষণ করে। যমন, ইউরোপ ও আমেরিকার মানুষ ৭ সংখ্যাটি পছন্দ করে। তাদের ধারণা, ৭ হলো সাফল্য ও শান্তির প্রতীক। ১৩ এবং ৬ একেবারেই অগ্রহণযোগ্য। তারা মনে করে, ১৩ ভ্রান্ত প্রতীক এবং ৬ ভূতের প্রতীক। এদিকে, চীনারাও ৪ ও ৭ অপছন্দ করে। চীনারা মনে করে ৪ হলো মৃত্যু এবং ৭ জীবনের পালাক্রমের সঙ্গে সম্পর্কিত।

চীনারা তিনও পছন্দ করে না। কারণ তিন যুক্ত অনেক প্রবাদের নেতিবাচক অর্থ রয়েছে। বর্তমানে চীনারা '১,২,৫,৬,৮ ও ৯' পছন্দ করে। কারণ, এসব সংখ্যা সৌভাগ্য ও সুখের প্রতীক। এসব সংখ্যা চীনের ঐতিহ্যিক সংস্কৃতির সঙ্গে জড়িত। কয়েকটি সংখ্যার উচ্চারণ সৌভাগ্যের সঙ্গে মিলে যায়। চীনারা মোবাইল ফোন নম্বর, গাড়ির নম্বর ও বাসার তলা বাছাই করার সময় নির্ধারিত ভালো নম্বরগুলো পছন্দ করে। যেমন '৫১৮', '৬৬৬' ও '৮৮৮' যা ধনী হওয়ার সঙ্গে সম্পর্কিত। তাছাড়া, চীনারা '৫' পছন্দ করে। চীনের অনেক জিনিসপত্র '৫' দিয়ে বর্ণনা করা হয়। যেমন প্রাকৃতিক পদার্থ, স্বাদ, খাদ্যশস্য ও চেহারার ধারণা।

চীনে আরবিক সংখ্যা প্রচলিত (০১২৩৪৫৬৭৮৯), চীনা ভাষা দিয়ে লেখা এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয় ও দশ এবং দশক, শতক, হাজার, মিলিয়ন ও বিলিয়ন ইত্যাদি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040