বিশ্রাম নেওয়ার সময় হয়েছে
  2017-11-24 15:20:10  cri



মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে লিয়াং ইয়ং ছি'র পরিচয় করিয়ে দেবো। লিয়াং ইয়ং ছি ১৯৭৬ সালের ২৫ মার্চ চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। ১৯৯৬ সালে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিজ্ঞাপনে অভিনয় শুরু করেন। এ বছরে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন এবং পুরস্কার লাভ করেন। ১৯৯৭ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০১ সালে তিনি সঙ্গীত রচনা করার চেষ্টা শুরু করেন এবং নিজের প্রথম গান লিখেন। ২০০৩ সালে তিনি হংকংয়ের শ্রেষ্ঠ দশজন তরুণের মর্যাদা লাভ করেন। ২০০৭ সালে তিনি চীনের মূলভূখন্ডে কাজ উন্নয়ন শুরু করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে লিয়াং ইয়ং ছি'র কণ্ঠে 'শান্তির বিচ্ছিন্নতা' নামের গান শোনাবো।

টুটুল: 'শান্তির বিচ্ছিন্নতা' গানের কথা এমন, 'যুদ্ধ দেখা সহ্য করা যায় না। সেজন্য আমরা বিচ্ছিন্ন হতে চাই। যুদ্ধের সন্ত্রাস দেখেছি। সেজন্য আমরা বিশ্বাস করি, বিচ্ছিন্ন হলে আরো ভাল হবে। যদি শান্তিতে কথা বলা ও ঘৃণায় প্রার্থনা করা যায়, তাহলে ভালবাসবো। কিন্তু ভালবাসায় আমাদের সম্পর্ক ভেঙ্গে গেছে। আমাদের মতভেদ দূর করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে দিয়েছি'। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ১)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'শান্তির বিচ্ছিন্নতা' নামের গান। এখন আমি আপনাদেরকে স্যুই খাই ছি'র কণ্ঠে 'ঠোঁট চিহ্নিত করা' নামের গান শোনাবো। স্যুয়ে খাই ছি ১৯৮১ সালের ১১ অগাস্ট চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। ২০০৪ সালে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত জগতে প্রবেশ করেন এবং প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ বছরে তিনি প্রধান অভিনেত্রী হিসেবে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৬ সালে তিনি শ্রেষ্ঠ নতুন অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ২০১১ সালে তিনি হংকংয়ের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। তিনি পৃথক পৃথকভাবে বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন।

টুটুল: 'ঠোঁট চিহ্নিত করা' গানের কথা হল, 'তোমার হাসির সঙ্গে যোগাযোগ করে আমি শান্তি পাই। তোমার চোখের সঙ্গে যোগাযোগ করে তোমার হৃদয়ের ভেতর দেখি। কথা বলবে না। আমার সঙ্গে অনেক বেশি অনুভূতি তৈরি করবে। কথা বলবে না। এ সুন্দর সময়ে আমি তোমার শরীরে ঠোঁট চিহ্নিত করবো। সবচেয়ে সহজভাবে মুগ্ধতা নিয়ে দু'জনের ভালবাসা বৃদ্ধি করবো'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'ঠোঁট চিহ্নিত করা' নামের গান। এখন আমি আপনাদেরকে চাং জিং স্যুয়ানের পরিচয় করিয়ে দেবো। চাং জিং স্যুয়ান ১৯৮১ সালের ১ ফেব্রুয়ারি কুয়াংচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও সঙ্গীত প্রযোজক। তিনি ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আগ্রহী হয়ে উঠেন। ১৯৯৮ সালে ১৭ বছর বয়সী চাং জিং স্যুয়ান হংকংয়ে সঙ্গীত কাজ উন্নয়ন শুরু করেন। ২০০০ সালে তিনি নিজের প্রথম সঙ্গীত প্রকাশ করেন। ২০০২ সালের অগাস্ট মাসে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৯ সালে তিনি নিজের সঙ্গীত কোম্পানি প্রতিষ্ঠা করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চাং জিং স্যুয়ানের কণ্ঠে 'বিশ্রাম নেওয়ার সময় হয়েছে' নামের গান শোনাবো।

টুটুল: 'বিশ্রাম নেওয়ার সময় হয়েছে' গানের কথা এমন, 'আমি শান্তভাবে যুদ্ধের সম্মুখীন হচ্ছি। কোনো কোনো মানুষ এখনো নালিশ করছে। কোনো কোনো মানুষ এখনো হিসাব করছে। কিন্তু আমার প্রতিদিনের আশা রয়েছে। কাজের সময় কত উত্তেজনাময়, সেজন্য আমি দীর্ঘ ছুটি নিতে চাই। এক হাজার টনের চাপ ত্যাগ করবো। কাজ ছাড়ার সময় হল সবচেয়ে সুন্দর সময়। এক দিনের কাজ শেষ করার পর বন্ধুদের সঙ্গে আরাম করতে চাই। নিজের সময় সবচেয়ে মূল্যবান'। তো বন্ধুরা, চলুন গানটি শোনা যাক।

(গান ৩)

মুক্তা: আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'বিশ্রাম নেওয়ার সময় হয়েছে' নামের গান। এখন আমি আপনাদেরকে চাং চি লিন'র কণ্ঠে 'যত ভালবাসা তত সুন্দর' নামের গান শোনাবো। চাং চি লিন ১৯৭১ সালের ২৭ অগাস্ট চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। ১৯৯১ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ বছরে তিনি হংকংয়ের শ্রেষ্ঠ নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ১৯৯৬ সালে তিনি প্রথমে টিভি সিরিজে অভিনয় করেন। ২০০৪ সাল থেকে তিনি নিজের মূল কাজ চীনের মূলভূখন্ডে স্থানান্তর করেন। এর পর তিনি অনেক টিভি সিরিজে অভিনয় করেন এবং বিভিন্ন পুরস্কার লাভ করেন। ২০০৯ সালে তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন।

টুটুল: 'যত ভালবাসা তত সুন্দর' গানের কথা হল, 'ভালবাসা হারিয়ে গেছে, আমার ছুটি নেওয়া উচিত। আমি একা, নিজের অনুভূতি অনুযায়ী ভ্রমণ করবো। আমি নীল বিশ্ব চাই। আমার জীবন উজ্জ্বল হবে। আমি অন্য একটি পদ্ধতিতে তোমাকে ভালবাসবো। ভালবাসা অতি বেশি হলে আমাদের কষ্ট হবে। তোমাকে ভালবাসি, নিজেকে আরো বেশি ভালবাসলে সুন্দর হবে। যত ভালবাসবে আমাদের জীবন তত সুন্দর হবে। আমাদের নতুন ভালবাসার গান, আমাদের উচিত ভালভাবে অনুভব করা। হয়ত ভবিষ্যতে প্রতিটি দিন উজ্জ্বল হবে'। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'যত ভালবাসা তত সুন্দর' শিরোনামের একটি গান। আশা করি, গানটি সবাই পছন্দ করেছেন। শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন শোনাবো কয়েকটি বাংলা গান। আশা করি আপনাদের ভালো লাগবে।

(বাংলা গান)

টুটুল: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মুক্তা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040