হ্যালো চায়না: ১০৬. লি উ-উপহার দেওয়া
  2018-04-21 16:14:49  cri


সুপ্রিয় শ্রোতা, চীন হল 'শিষ্টাচারের রাষ্ট্র'। যদিও সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক রীতিপ্রথা বদলে গেছে। কিন্তু কিছু কিছু প্রথা চীনা মানুষের জীবনে বজায় রয়েছে। সেগুলো জানা থাকলে কিছু অসুবিধা বা বিব্রতকর মুহূর্ত এড়ানো যাবে। আজকের হ্যালো চায়না আসরে চীনের উপহার দেওয়া সংক্রান্ত নিয়ম নিয়ে কথা বলবো। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং আমি...

প্রথমত, উপহার দেয়া বা নেয়ার সময় দুটো হাত একসঙ্গে এগিয়ে দেয়া উচিত। তার মাধ্যমে সম্মান দেখানো হয়। দ্বিতীয়ত, কিছু কিছু জিনিস উপহার হিসেবে না দেওয়াই ভাল। যেমন, যে কোন ধরনের ঘড়ি। কারণ ঘড়ির চীনা উচ্চারণ হল 'জুং', তা জীবন অবসানের শব্দের সঙ্গে মিলে যায়। তাই তা শুনতে ভাল লাগে না। ফল দেওয়ার সময় 'নাশপাতি' দেবেন না। কারণ 'নাশপাতি'র উচ্চারণ হল 'লি', এবং তা 'বিছিন্ন হওয়ার' অর্থের সঙ্গে মিলে যায়। নাশপাতি পাওয়াটা দুর্ভাগ্য বলে মনে করা হয় এবং ফুল দেওয়ার সময় সাদা বা হলুদ রংয়ের ফুল না দেওয়াই ভাল। কারণ এ দুটো রংয়ের ফুল বিশেষ করে অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবহার করা হয়।

তৃত্বীয়ত, চীনা মানুষ উপহার হাতে পাওয়ার পর সাধারণত উপহার দেওয়া মানুষের সামনে উপহারটি খুলে দেখে না। এমন আচরণ বিনয়ী আচরণ নয় বলে মনে করা হয়। বয়স্ক মানুষকে উপহার দিলে, তিনি হয়তো প্রথম দিকে সবিনয়ে প্রত্যাখ্যান করেন, কিন্তু জোর করা হলে, তিনি উপহার গ্রহণ করেন। তাও আসলে বিনয় দেখানোর জন্য। তাড়াতাড়ি উপহার খোলা বা গ্রহণ করা লোভি আচরণ প্রকাশ করে। উপহারকে মোড়ানোর সময় সাদা বা কাল রংয়ের কাগজ ব্যবহার না করাই ভাল। লাল বা অন্যান্য রঙ্গিন কাগজ আরো সুন্দর দেখায়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040