রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে "জনজীবনে বেতারের গুরুত্ব" শীর্ষক আলোচনা অনুষ্ঠান
  2017-12-12 09:53:11  cri


"জনজীবনে বেতারের গুরুত্ব" শীর্ষক আলোচনা অনুষ্ঠান ২৪ নভেম্বর ২০১৭, শুক্রবার বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় পোয়াপাড়া ইপসা মিলনায়তনে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

বিনোদন, শিক্ষা, সংস্কৃতি, খেলাধূলা, জনসচেতনতা-স্বাস্থ্য ও পুষ্টি, কৃষি, পরিবেশ উন্নয়ন, জননিরাপত্তা, তথ্য-যোগাযোগ-বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-বাণিজ্য, আইন, দেশ-বিদেশ ইত্যাদি ক্ষেত্রে সমাজে বেতারের যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তা তৃণমূলের জনগণের মাঝে আরো বিস্তৃত ভাবে তুলে ধরতে সাউথ এশিয়া রেডিও ক্লাবের রাঙ্গামাটি জেলা শাখা অনুষ্ঠানটির আয়োজন করে।

চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ মনিটর ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার, বাণিজ্যিক কাযক্রমের পরিচালক ড. মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানী চাকমা (কৃপা) এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি.আর.ডি.বি) কাউখালীর সাবেক চেয়ারম্যান মো: বেলাল উদ্দিন।

অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছেন-

(১) দিদারুল ইকবাল, চেয়ারম্যান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (REC_112)

(২) মো: আবুল কালাম, সাবেক সভাপতি, কাউখালী প্রেসক্লাব (REC_113)

(৩) মো: ওমর ফারুক, সহ-সভাপতি, কাউখালী প্রেসক্লাব (REC_114)

(৪) মো: জয়নাল আবেদীন, ছাত্র (REC_115)

(৫) মো: বেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান, বি.আর.ডি.বি, কাউখালী (REC_116)

(৬) এ্যানী চাকমা (কৃপা), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, কাউখালী, রাঙ্গামাটি (REC_117)

(৭) মো: ফারুক, প্রথম সভাপতি, সার্ক-রাঙ্গামাটি জেলা শাখা (REC_119)

(৮) ড. মির শাহ আলম, পরিচালক, বাণিজ্যিক কাযক্রম, বাংলাদেশ বেতার (REC_000122)

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কাউখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মো: ওমর ফারুক, সাবেক সভাপতি মো: আবুল কালাম, সাউথ এশিয়া রেডিও ক্লাব – রাঙ্গামাটি জেলা শাখার প্রথম সভাপতি মো: ফারুক, সাউথ এশিয়া রেডিও ক্লাব – চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি রিনা বেগম, ডা: মো: দিদারুল আলম, মো: জামাল, মো: আব্দুল হালিম তালুকদার, মো: আব্দুল জলিল, মো: আব্দুল করিম, মো: বশির মিয়া, সাধন কুমার চাকমা, মো: আরিফুল ইসলাম, মো: রহমত উল্লাহ, মো: আলাউদ্দিন, মো: হাসান, মো: তাজুল ইসলাম, মো: সারোয়ার, মো: জয়নাল আবেদীন, মো: আরিফুল ইসলাম, মো: নুরুল ইসলাম এবং ক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

রাঙ্গামাটি থেকে,

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040