A Love Before Time
  2018-01-05 16:18:15  cri




বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কণ্ঠশিল্পী কোকো লি ওয়েনের সঙ্গে পরিচয় করিয়ে দেব। কোকো লি ওয়েন ১৯৭৫ সালের ১৭ জানুয়ারি হংকংয়ে জন্মগ্রহণ করেন। ৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো চলে যান। তার জন্মের আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তার বাবা। আজকের অনুষ্ঠানে আমি প্রথমে কোকো লি'র কন্ঠে 'A Love Before Time' শীর্ষক ইংরেজি গান শোনাবো। আশা করি, বন্ধুরা, গানটি পছন্দ করবেন।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন 'A Love Before Time' গানটি।

যুক্তরাষ্ট্রে শুরুতে কোকো ভালো ইংরেজি বলতে পারতেন না। কিন্তু অনেক চেষ্টার পর তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের চার বছরে তিনি শিক্ষার্থী সমিতির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। ১৯৯১ সালে তিনি তার বিদ্যালয়ের পক্ষ থেকে মিস টিয়ার ইউএসএ-এ অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। ১৯৯২ সালে তিনি ক্যালিফোর্নিয়া সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। এখন আমি কোকো লি'র কন্ঠে 'All Around the World' গানটি শোনাবো।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন 'All Around the World' গানটি। ১৯৯৩ সালে কোকো লি হংকংয়ে ফিরে এসে হংকংয়ের টেলিভিশন কেন্দ্রের সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং দ্বিতীয় স্থান লাভ করেন। ১৯৯৩ সাল থেকে তিনি হংকংয়ে নিজের সংগীত নিয়ে কাজ শুরু করেন। ওই বছর তিনি দু'টি ক্যান্টোনিজ অ্যালবাম প্রকাশ করেন।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন কোকো'র কন্ঠে 'Before I Fall In Love' গানটি। ১৯৯৪ সালে কোকো লি চীনের তাইওয়ানে তার সংগীত নিয়ে কাজ শুরু করেন। একই বছর তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। তার চারটি অ্যালবাম বিক্রির পরিমাণ দাঁড়ায় ৮ লাখ। ১৯৯৬ সালে তিনি আরেকটি অ্যালবাম প্রকাশ করেন। এ অ্যালবাম সারা চীনে বিক্রি হয় ৫ লাখ ৩০ হাজার। ১৯৯৮ সালে এশিয়ায় তার অ্যালবাম বিক্রি হয় ১৮ লাখেরও বেশি। এখন আমি আপনাদেরকে কোকোর কন্ঠে 'DIDADI' শীর্ষক গানটি শোনাবো।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন 'DIDADI' শীর্ষক গানটি। ১৯৯৯ সালে কোকো লি পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরে যান। তিনি যুক্তরাষ্ট্রের সনি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং বিশ্বব্যাপী তার অ্যালবাম বিক্রির পরিমাণ দাঁড়ায় ২০ লাখেরও বেশি।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'তোমার জন্য গান'। শুনছিলেন কোকো লি'র কন্ঠে 'Belly Dance' গানটি। এখন আমি আপনাদেরকে 'cool' শীর্ষক গান শোনাবো।

(গান ৬)

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'তোমার জন্য গান'। শুনছিলেন কোকো লি'র কন্ঠে 'cool' শিরোনামের গান। এখন আমি আপনাদেরকে 'Gotta Clue' শিরোনামের গান শোনাবো।

(গান ৭)

বন্ধুরা, শুনছিলেন কোকো লি'র কন্ঠে 'Gotta Clue' গানটি। এখন আমি আপনাদেরকে 'Hush 噓…' শীর্ষক গান শোনাবো।

(গান ৮)

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'তোমার জন্য গান'। এতোক্ষণ শুনছিলেন কোকো লি'র কন্ঠে 'Hush 噓…' গানটি। এখন আমি আপনাদেরকে 'MAGIC WORD' নামক গান শোনাবো।

(গান ৯)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040