সুরের ধারায়--শহর
  2018-01-11 10:18:12  cri

 



অধিকাংশ লোক শহরে বসবাস করতে চায়। বর্তমান শহর ও শহরের জীবন আমাদের কাছে খুব পরিচিত। লোকেরা শহরে জন্মগ্রহণ করে, লেখাপড়া করে, কাজ করে, প্রেমে পড়ে, বিয়ে করে...... এসব শহর মানুষের জীবনের সাক্ষী, অসংখ্য স্মৃতি মিশে রয়েছে শহরে। শহরের বেশিরভাগ মানুষই কোনো-না-কোনো শহরের প্রতি বিশেষ টান অনুভব করে।

শহর সেখানকার লোকদের অনেক বছরের crystallization of wisdom। শহরের নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি, পথঘাট, স্থাপত্য, রীতিনীতি, বিশেষ খাবার, এমনকি স্থানীয় ভাষাও রয়েছে। এতেও আমরা একটি শহরের সৌন্দর্য বুঝতে করতে পারি।

একটি শহর আপনার মনে যে প্রভাব ফেলে, তা অনন্য। অনেক সময় কোনো শহরের নাম উল্লেখ করতেই মনে ভেসে উঠবে সেই শহরের স্মৃতি! প্রতিদিন অসংখ্য ঘটনা শহরে ঘটছে, লোকেরাও শহরের কথা অসংখ্য গল্প, কবিতা ও গানে লিখছে। চলুন তাহলে আজকের সংগীতানুষ্ঠানে আমরা সবাই চীনের শহরসংক্রান্ত কিছু গান শুনি।

প্রথম গানটি হলো 'বেইজিং বেইজিং।' চীনের রাজধানী বেইজিং বর্তমান একটি আন্তর্জাতিক মহানগরী। শহরের কেন্দ্রীয় অঞ্চলগুলোতে দেখা যায় আলোকোজ্জ্বল উঁচু উঁচু ভবন। প্রশস্ত রাজপথে সবসময় গাড়ির ভিড় লেগেই থাকে।

মানুষ ভাবে, বেইজিংয়ের এ জীবন নিশ্চয় বৈচিত্র্যময় ও উজ্জ্বল। এ কথাটি সবসময় সঠিক নয়। বর্তমানে বেইজিংয়ে বাস করছে দুই কোটিরও বেশি মানুষ। এদের মধ্যে দুই পঞ্চমাংশ অন্যান্য প্রদেশের লোক। তারা বেইজিংয়ে কাজের জন্য এসেছে। তারা কাজ করে, অর্থ উপার্জন করে, শহরের উন্নয়নে অবদান রাখে। তবে এখানেই স্থায়ীভাবে বাস করতে পারে না। বেইজিং শহর তাদের হাসিয়েছে, কাঁদিয়েছে। বেইজিংয়ে তারা স্বপ্ন দেখেছে, কখনও সব আশা হারিয়েছে! তাদের জীবনের তারুণ্যদীপ্ত সময়গুলো বেইজিংয়ের আলো-বাতাসে মিশে রয়েছে। এই গানে তাই বলা হয়েছে।

গান ১

এবারের গানটি আমার খুব প্রিয়। গানের নাম একটি শহরের নাম-'ছেংতু।' ছেংতু চীনের সিছুয়ান প্রদেশের রাজধানী। প্রাচীনকাল থেকেই উর্বর জমি ও সুন্দর দৃশ্যের জন্য ছেংতু 'থিয়ান ফু চি কুও' বা সমৃদ্ধ দেশ হিসেবে চীনে বিখ্যাত।

ছেংতু উল্লেখ করলে চীনা মানুষের মনে হট পটের ছবি ভেসে ওঠে। শুধু ছেংতু নয়, সারা চীনে লোকেরা সেখানকার ঝাল খাবার পছন্দ করে। হট পটের পাশাপাশি ছেংতুর পথেঘাটে সহজেই স্থানীয় বিশেষ মজার খাবার খুঁজে পাওয়া যায়। ছেংতু এমন একটি শহর, সেখানে যে একবার গিয়েছে, সে আবার যেতে চায়। এ শহর ছেড়ে গেলে তাকে সে শহর মিস করতেই হবে।

 গান ২

পরের গানটি চীনের সুন্দর শহর 'তালি'কে নিয়ে। নাম 'তালি যাও।' তালি চীনের ইয়ুন নান প্রদেশের একটি শহর। অসাধারণ দৃশ্যের জন্য চীনে খুব বিখ্যাত ও জনপ্রিয় পর্যটন শহর এটি। অনেক পর্যটক তালি পৌঁছানোর পরই তার সুন্দর দৃশ্য ও ভালো পরিবেশ পছন্দ করে এবং সেখানে বসবাস করতে চায়। তালি শহরের পশ্চিমে ছাংশান পাহাড়, পূর্বে আরহাই হ্রদ। পাহাড় ও হ্রদের মাঝে রয়েছে প্রাচীন শহর। বড় শহরের একঘেয়ে জীবনের ক্লান্তি দূর করতে তালি শহর যেতে পারেন। এ শহর খুব সহজেই আপনাকে আপন করে নেবে।

গান ৩

এবারের গান '১৯৪৩ সালের শাংহাই।' শাংহাই বর্তমান চীনের আন্তর্জাতিক একটি শহর। আধুনিক এই শহর এখন মোটামুটি সবার কাছেই পরিচিত। তবে চীনাদের অনেকের মনে শাংহাইয়ের সবচেয়ে সুন্দর সময় ছিলো গত শতাব্দীর প্রথমার্ধে। পাশ্চাত্য স্থাপত্যশৈলীর সঙ্গে স্থানীয় বৈশিষ্ট্যময় ছোট গলি, সমৃদ্ধ অর্থনীতি ও বাণিজ্যের সুবিধা....সব মিলিয়ে পুরানো শাংহাইয়ের বিশেষ আকর্ষণ ছিল। বর্তমান চীনের অনেক চলচ্চিত্র, টিভি সিরিজ ও গল্পে সেই শাংহাইকে খুঁজে পাওয়া যায়। পুরানো শাংহাইয়ের সঙ্গে চীনাদের বিশেষ অনুভূতি জড়িয়ে রয়েছে।

গান ৪

পরের গান 'লাসা ফেরা।' লাসা চীনের তিব্বতের রাজধানী। লাসা বিশ্বের সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু শহর। তিব্বত-ছিংহাই মালভূমিতে এটি অবস্থিত। সেখানকার আকাশ অনেক পরিষ্কার। মানুষ বলে, লাসা আকাশের সবচেয়ে কাছের শহর। লাসাও একটি পবিত্র শহরও বটে। সেখানে বৌদ্ধ ধর্মের বিখ্যাত পোতালা প্রাসাদ রয়েছে, রাস্তাঘাটে বৌদ্ধভিক্ষু দেখা যায়। তার পাশে সুন্দর তুষারমৌলি পাহাড় ও হ্রদ। এই শহরে এসে মন শান্ত হয়ে আসে। এই শহরে যেন আত্মা পরিশুদ্ধ করার রহস্যময় শক্তি আছে! জীবনে একবার হলেও লাসায় যাওয়া অনেক চীনার স্বপ্ন।

 গান৫

এবারের গান 'ছাংআন ছাংআন।' ছাংআন চীনের শায়ানসি প্রদেশের রাজধানী সিআনের পুরানো নাম। ইতিহাসে সিআন ছিল চীনের ১৩টি রাজবংশের রাজধানী। শহরে রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। যেমন ছিন রাজবংশের সেনা ও ঘোড়ার টেরাকোটা, বৌদ্ধধর্মের দাইয়ান প্যাগোডা, থাং রাজবংশের প্রাসাদ, মিং রাজবংশের প্রাচীর ইত্যাদি। সিআন শহর যেন প্রাচীন চীনের সংস্কৃতি ও ইতিহাসের একটি জাদুঘর। কখনও কখনও মনে হয় সিআন শহরে দাঁড়ালে প্রাচীন চীনে ফিরে যাওয়া যায়!

গান ৬

অনুষ্ঠানের শেষ গানটি হলো 'চিনান চিনান।' চিনান চীনের শানতোং প্রদেশের রাজধানী। এখানে অনেক ঝর্না আছে। তাই চিনান প্রাচীনকাল থেকে 'ঝর্না নগর' নামে খুব পরিচিত। সমৃদ্ধ লোকশিল্প, সুন্দর দৃশ্য ও মজার সব খাবার পাওয়া যায় এখানে। ব্যস্ততা ছাড়া কিছু সময় কাটাতে চাইলে যেতে হবে চীনের শহর চিনানে।

 গানে চিনানের লোকশিল্প 'খুয়াই পান' বা China Rap শুনতে পাবেন।

গান ৭

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040