'তোমাকে ভালোবেসে অনেক কষ্ট'
  2018-02-02 16:18:33  cri



প্রিয় শ্রোতা, গত সপ্তাহের অনুষ্ঠানে আমি কোকো লি ওয়েনের কন্ঠে কয়েকটি ইংরেজি গান শুনিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে কয়েকটি চীনা গান শোনাবো। প্রথমে শুনবেন 'তোমাকে ভালোবেসে অনেক কষ্ট' শীর্ষক গানটি।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন কোকোর কন্ঠে 'তোমাকে ভালোবেসে অনেক কষ্ট' গানটি। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'এজেয়ন সাগর' শিরোনামের গান শোনাবো। গানটি সোনি কোম্পানি ২০০২ সালের ১৮ জুন প্রকাশ করে।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান 'তোমার জন্য গন'। এখন শুনবেন কোকোর কন্ঠে 'পোষা ছেলে' শীর্ষক গান। গানটি 'এজেয়ন সাগর' নামক অ্যালবামের অন্তর্ভুক্ত। আশি করি, সবাই গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, এখন শুনবেন কোকো'র কন্ঠে 'দাও মা দান' শিরোনামের গান। 'দাও মা দান' বেইজিং অপেরায় ব্যবহৃত হয়। ২০০১ সালের ১৭ নভেম্বর গানটি রিলিজ হয়। গানে চীনা লোকসংগীত ও বেইজিং অপেরার বৈশিষ্ট্য দেখা যায়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন 'দাও মা দান' গানটি। এখন আমি কোকো'র কন্ঠে 'ভালবাসার অপেক্ষায় আছি' গানটি আপনাদের শোনাবো। গানটি ১৯৯৭ সালের ২৭ জুন রিলিজ হয়।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'তোমার জন্য গান'। কোকো লি'র গান এখনও চীনে খুবই জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে 'শীতকালের পর' শীর্ষক গান শোনাবো। গানটি 'ভালবাসার অপেক্ষায় আছি' শীর্ষক অ্যালবামের অন্তর্ভুক্ত।

(গান ৬)

বন্ধুরা, শুনছিলেন 'শীতকালের পর' নামের গান। এখন আমি আপনাদেরকে 'হুয়া মু লান' নামের গান শোনাবো। হুয়া মু লান (৪১২-৫০২ সাল) হলেন চীনের দক্ষিণ ও উত্তর রাজবংশের (৪২০-৫৮৯ সাল) নারী বীর। তিনি পুরুষদের ছদ্মবেশে পিতার পরিবর্তে যুদ্ধে অংশ নেন এবং সেনাপতির পদে নিযুক্ত হন। গানটি ডিজনি কোম্পানির ১৯৯৮ সালে মুক্তি পাওয়া একই নামের অ্যানিমেশন সিনেমার থিম গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৭)

বন্ধুরা, শুনছিলেন কোকোর কন্ঠে 'হুয়া মু লান' নামের গান। এখন আমি আপনাদেরকে 'সুন্দর মূঢ় নারী' নামের গান শোনাবো। গানটি ১৯৯৮ সালের ১২ জানুয়ারি রিলিজ হয়।

(গান ৮)

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'তোমার জন্য গান'। শুনছিলেন 'সুন্দর মূঢ় নারী' নামের গান। এখন আমি আপনাদেরকে 'সম্পূর্ণ' শীর্ষক গান শোনাবো।

(গান ৯)

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ দিকে আমি আপনাদেরকে কোকোর কন্ঠে 'স্বর্গ উদ্যান' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা, গানটি পছন্দ করবো।

(গান ১০)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040