চীন সক্রিয়ভাবে 'সুন্দর গ্রাম' নির্মাণ করছে
  2018-02-06 15:23:18  cri


বন্ধুরা, বর্তমানে চীন সক্রিয়ভাবে 'সুন্দর গ্রাম' নির্মাণ করছে। গতকাল (সোমবার) গ্রামাঞ্চলে বসবাসের পরিবেশ উন্নয়ন বিষয়ক একটি দলিল প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, ২০২০ সালে গ্রামাঞ্চলে লোকজনের বসবাসের পরিবেশের উল্লেখযোগ্য উন্নয়ন বাস্তবায়ন করতে হবে। তখন গ্রামাঞ্চলের পরিবেশ পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল হবে। গ্রামাঞ্চলে লোকজনের পরিবেশ ও সুস্বাস্থ্যের সচেতনতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাবে। আজকের টপিক অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়ে কথা বলব।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে চীনের গ্রামাঞ্চলের পরিবেশ উন্নয়নে কিছু সাফল্য অর্জিত হয়েছে। তবে এখনো গ্রামাঞ্চলের পরিবেশের অবস্থা ভারসাম্যহীন। নোংরা, বিশৃঙ্খল সমস্যা কিছু কিছু অঞ্চলে দেখা যাচ্ছে। আর এই দলিল প্রকাশের উদ্দেশ্য হল স্থিতিশীলভাবে গ্রামাঞ্চলে পরিবেশ সম্পর্কিত সমস্যার সমাধান করা।

প্রথমে একটি পরিসংখ্যান দেখুন।২০১৬ সাল পর্যন্ত, চীনের মোট জনসংখ্যা ১ বিলিয়ন ৩৮ কোটি। এতে শহরের জনসংখ্যা ৮২ কোটি, আর কৃষকের জনসংখ্যা ৫৮ কোটি। এ সংখ্যা থেকে বোঝা যায়, চীনের কৃষকের সংখ্যা অনেক বেশি, তাদের জীবনযাপনের পরিবেশ উন্নয়ন করা খুব জরুরী।

আগে চীনের গ্রামাঞ্চলের অবস্থা খুব খারাপ ছিল। বিশেষ করে বিশুদ্ধ পানি পাওয়া কঠিন ছিল, আবর্জনা ফেলার জায়গা নির্দিষ্ট জায়গা ছিলনা, শৌচাগার খুব কম। আর চীন সরকার অনেক আগে থেকেই এসব সমস্যা লক্ষ্য করেছে। তাই ২০১৩ সালে 'সুন্দর গ্রাম' গড়ে তোলার পরিকল্পনা উত্থাপন করা হয়েছে। তখন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, যদিও এখন চীনে শহরায়ন হচ্ছে, তবে গ্রামকে অনুর্বর করা ঠিক না। গ্রাম আমাদের সবার বাড়ি, আমাদের জন্মস্থান। জন্মস্থানকে সুন্দর করা উচিত। শহরকে উন্নয়ন করা উচিত, এর সঙ্গে সঙ্গে কৃষির আধুনিকায়ন এবং নতুন গ্রামের নির্মাণ করাও উচিত।

আমরা দেখি একটি উদাহরণ।

সি হ্য গ্রাম চীনের হ্যনা প্রদেশের সিন ইয়াং শহরে অবস্থিত। এই গ্রামের ৮ বছরেরও বেশি সময়ের ইতিহাস আছে। এই গ্রামে পাহাড়ে আছে। গ্রামের লোকেরা শহরে গিয়েছে চাকরি করতে। গ্রামে আছে শুধুই বৃদ্ধ বাবা মা ও ছোট শিশুরা। এক সময় এই গ্রামে ছিল শুধুই ৩৯ জন। ২০১৩ সালে চীন সরকার সুন্দর গ্রাম গড়ে তোলার পরিকল্পনা উত্থাপন করার পর এই গ্রাম লাভবান হয়েছে। সরকার স্থানীয় ইতিহাস, ভৌগলিক বৈশিষ্ট্য, সংস্কৃতি, রীতিনীতি জানার পর এই গ্রামের উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা নির্ধারণ করেছে। নতুন বাড়িঘর নির্মাণ করাসহ বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে আগে 'নোংরা, পুরোনো, জরাজীর্ণ' গ্রামটি অদৃশ্য হয়ে যায়। এখন এই গ্রামে গিয়ে আপনি দেখতে পারেন সুন্দর সড়ক, দুই বা তিন তলার বাড়িঘর খুব পরিচ্ছন্ন, প্রত্যেক বাড়িঘরে ইন্টারনেটের জন্য ওয়াইফাই ব্যবস্থা আছে।

গ্রামটি এখন পরিচ্ছন্ন। অবকাঠামো সুসংহত হয়েছে। গ্রামে পর্যটন শিল্পও উন্নয়ন হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল জনগণের আয় অনেক বেড়েছে। আগে লোকেরা শহরে চাকরি করত, এখন সবাই গ্রামে ফিরে গিয়েছে। এখন এই গ্রামে ৪ শতাধিক মানুষ বসবাস করে। (শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040