চীনা বসন্ত উপলক্ষে নয়াদিল্লীতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত
  2018-02-10 15:39:12  cri

 

ফেব্রুয়ারি ১০: স্থানীয় সময় গতকাল (শুক্রবার) সন্ধ্যায় চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে কুয়াংসি স্বায়ত্তশাসিত অঞ্চলের সাংস্কৃতিক দল ভারতের রাজধানী নয়াদিল্লীর এনসিইউআই থিয়েটারে 'আনন্দময় বসন্ত উত্সব ২০১৮' শিরোনামে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লুও চাও হুই ও তাঁর স্ত্রী কাউন্সিলর চিয়াং ই লি, ভারতের সংস্কৃতি সম্পর্ক কমিশনের সাবেক মহাপরিচালক অমরেন্দ্র খাতুয়া, সেদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং সাধারণ জনগণসহ ৮ শতাধিক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।

চীনা রাষ্ট্রদূত লুও চাও হুই তাঁর ভাষণে চীনের বসন্ত উত্সবের রীতিনীতি এবং সময়ের সাথে বিভিন্ন পরিবর্তন বর্ণনা করেন। তিনি বলেন, বসন্ত উত্সব চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব। এই উত্সব উদযাপনে চীনাদের মাঝে তিনটি পরিবর্তন দেখা যাচ্ছে। পর্যটনের মাধ্যমে বসন্ত উত্সব উদযাপনের পদ্ধতি জনপ্রিয় হচ্ছে। মোবাইল পে পদ্ধতি মানুষের জীবনে অনেক সুবিধা এনে দিয়েছে। এছাড়া, আতশবাজি পোড়ানো কমছে, যা অত্যন্ত পরিবেশবান্ধব আচরণ।

লুও চাও হুই বলেন, নতুন বছর নতুন আশা সৃষ্টি করে। চীন ভারতের সঙ্গে রাজনৈতিক আস্থা সম্প্রসারণ, আর্থিক সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অগ্রগতি অর্জনের জন্য যৌথ চেষ্টা চালাতে ইচ্ছুক। (শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040