চলুন শুনি কোকোর গান
  2018-02-10 16:09:53  cri



আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কোকো'র কন্ঠে কয়েকটি ইংরেজি গান শোনাবো।

কোকো ১৯৯৩ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। গত শতাব্দির ৯০-এর দশকে গাওয়া কোকো'র কন্ঠের গানগুলো এখনও খুবই জনপ্রিয়। প্রথমে আমি কোকো'র কন্ঠে 'music we make' নামের গান শোনাবো।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন 'music we make' নামের গান। ১৯৯৮ সালে 'দিদাদি' নামের অ্যালবাম ২৮ দিনের মধ্যে ৫ লাখ কপি, তিন মাসের মধ্যে ১০ লাখ কপি, এবং গোটা এশিয়ায় ১৮ লাখ কপরি বিক্রি হয়। সে-বছর এশিয়ার একমাত্র শিল্পী হিসেবে কোকোকে প্যারিস বিশ্বকাপ ফুটবলের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। এখন আমি কোকোর কন্ঠে 'No Doubt' নামের গান শোনাবো।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন 'No Doubt' নামের গান। ১৯৯৯ সালে কোকো মার্কিন সোনি কোম্পানি'র সঙ্গে চুক্তি করার পর 'Before I Fall in Love' নামের গান প্রকাশ করেন এবং গানটি হল হলিউড'র প্রকাশিত বিশ্ববিখ্যাত্ সিনেমা 'রানওয়ে ব্রাইড'-এর থিম গান। এখন আমি আপনাদেরকে 'Rock It' নামের গান শোনাবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন 'Rock It' নামের গান। ২০০২ সালে কোকো মার্কিন ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) (National Basketball Association) উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করেন। তিনি হলেন এনবিএ-এর অনুষ্ঠানে অংশ নেওয়া একমাত্র এশীয় শিল্পী। এখন আমি আপনাদেরকে 'so crazy' নামের গান শোনাবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন 'so crazy' নামের গান। এখন আমি আপনাদেরকে 'So Good' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'তোমার জন্য গান'। এখন আমি আপনাদেরকে কোকোর কন্ঠে 'Step In' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

বন্ধুরা, আপনারা শুনছিলেন 'Step In' নামের গান। ২০১১ সালে কোকো লিফাং গোষ্ঠীর নির্বাহী প্রেসিডেন্ট ব্রুস রোকোওয়িটজকে (Bruce Rockowitz) বিয়ে করেন। এখন আমি কোকোর কন্ঠে 'Touch' নামের গান শোনাবো।

(গান ৭)

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'তোমার জন্য গান'। এখন আমি কোকোর কন্ঠে 'You&Me' নামের গান শোনাবো।

(গান ৮)

বন্ধুরা, কোকো'র কন্ঠে গানগুলো কেমন লাগলো? আজকের অনুষ্ঠানের শেষদিকে আমি আপনাদেরকে কোকো'র কন্ঠে 'A Love Before Time' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৯)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040