চীন সাফল্যের সঙ্গে ২৮ ও ২৯ নং বেইতৌ যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপন করেছে
  2018-02-12 20:04:57  cri

ফেব্রুয়ারি ১২: চীন আজ (সোমবার) দুপুর ১টা ৩ মিনিটে সিছাং উপগ্রহ উৎক্ষেপন কেন্দ্রে লংমার্চ ৩বি পরিবহন রকেটের মাধ্যমে সাফল্যের সঙ্গে ২৮ এবং ২৯ নং বেইতৌ যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপন করেছে।

এবারের উৎক্ষেপিত উপগ্রহ দুটি চীনের বেইতৌ তিন নং প্রকল্পের উপগ্রহ নেটওয়ার্কের পঞ্চম ও ষষ্ঠ উপগ্রহ আর এই নেটওয়ার্কে একই প্রকল্পের মাধ্যমে বিশ্বজুড়ে তৃতীয় বারের মত উৎক্ষেপন।

তিন ঘন্টারও বেশি সময় পর উপগ্রহটি পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। উপগ্রহটির কার্যক্রম পরবর্তীতে পরীক্ষা ও যাচাই করা হবে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040