এয়ার চায়না'র সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সিআরআই
  2018-02-13 15:43:56  cri

ফেব্রুয়ারি ১৩: চীন আন্তর্জাতিক বেতার-সিআরআই ও এয়ার চায়না লিমিটেড গতকাল (সোমবার) বেইজিংয়ে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে সংস্কৃতি প্রচার, সাংস্কৃতিক পণ্য উত্পাদন, সাংস্কৃতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা, বিদেশে চীনা সংস্কৃতির প্রচারে সহযোগিতা অন্তর্ভুক্ত আছে। এয়ার চায়না বিমানে ইন্টারনেট প্ল্যাটফর্মের প্রতিষ্ঠা উন্নয়ন করছে। সিআরআই এয়ার চায়নার ইন্টারনেট ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে। এয়ার চায়নার মহাব্যাবস্থাপক ও বিনিয়োগ বিষয়ক প্রেসিডেন্ট সু চি ইয়ং এবং সিআরআই'র মহাপরিচালক ওয়াং গেং নিয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে সিআরআই ৬৫টি ভাষায় সারা বিশ্বে অনুষ্ঠান প্রচার করে। সিআরআই হল বিশ্বের সবচেয়ে বেশী ভাষার আন্তর্জাতিক মিডিয়া সংস্থা। সিআরআই নিজের সুবিধা দিয়ে এয়ার চায়না'র যাত্রীদের আকর্ষণীয় সাংস্কৃতিক সেবা সরবরাহ করবে, যাতে সারা বিশ্বের কাছে ভালভাবে চীনা গল্প ও চীনা কমিউনিস্ট পার্টির গল্প এবং চীনা কন্ঠ প্রচার করা যায়। এদিকে এয়ার চায়না'র ১৯০টি দেশ ও অঞ্চলে ১৩০০টিরও বেশি গন্তব্যের গমনপথ নেটওয়ার্ক হল চীনা গল্প, চীনা ধারণা ও চীনা সংস্কৃতি প্রচারের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

জানা গেছে, এবারের সহযোগিতা চুক্তি এয়ার চায়নার প্রথম বারের মত জাতীয় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা উদ্যোগ। (ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040