ঐতিহ্যবাহী বসন্ত উত্সব উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী জনসাধারণের খোজ খবর নিয়েছেন
  2018-02-14 16:51:10  cri

ফেব্রুয়ারি ১৪: চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সব উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গত সোম ও মঙ্গলবার জিলিন প্রদেশের বাইছেং শহরের জেনলাই থানা পরিদর্শন করেছেন এবং জনসাধারণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং প্রথমে জেলার বাজারে গিয়ে জনগণের খোজ খবর নেন। বিক্রেতা প্রধানমন্ত্রীকে জানান, চলতি বছরের ব্যবসা আগের বছরের চেয়ে ভালো হয়েছে। লি খ্য ছিয়াং বলেন, তা জনগণের জীবনমান উন্নয়নের প্রতীক। আরো কয়েকজন বিক্রেতা জানান, এখন ইন্টারনেটের মাধ্যমে পণ্য বিক্রি করা যায়, ব্যবসায় আগের চেয়ে অনেক সমৃদ্ধি এসেছে। লি খ্য ছিয়াং বলেন, অনলাইন কেনাকাটা শুধুই শহরের অধিবাসীর বিশেষ অধিকার নয়, তা গ্রামাঞ্চলের জনগণের কাছেও অনেক সুবিধা দিয়েছে।

দারিদ্র বিমোচন ও প্রতিকুলতা অতিক্রম করা হল সি চিন পিংকে কেন্দ্র করে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নির্ধারিত গুরুত্বপূর্ণ কৌশল। বাজার পরিদর্শনের পর প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং জেনলাই জেলার ইংহুয়া গ্রামের দরিদ্র জনগণের বাজারে গিয়ে তাদের খোজ খবর নেন এবং তাদেরকে বসন্ত উত্সবের উপহার ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিভিন্ন স্তরের সরকারের উচিত জনগণের নতুন আকাঙ্খা অনুযায়ী, দারিদ্র বিমোচন জোরদার করার ব্যবস্থা নেয়া। যাতে একদিকে জনগণের জীবনের মৌলিক চাহিদা নিশ্চিত করা যায়, অন্য দিকে স্থিতিশীলতা রক্ষা ও জনগণের সচ্ছল হওয়া ত্বরান্বিত করা যায়।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040