বসন্ত উত্সব উপলক্ষে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদ কর্তৃক প্রীতিসম্মিলনী আয়োজিত
  2018-02-14 19:35:01  cri

ফেব্রুয়ারি ১৪: চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদ আজ (বুধবার) বেইজিংয়ে মহা গণভবনে ২০১৮ সালের বসন্ত উত্সব উপলক্ষে প্রীতিসম্মিলণী আয়োজন করেছে। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিটির চেয়ারম্যান সি চিন পিং প্রীতিসম্মিলণীতে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তিনি ভাষণে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জাতির সকল জনগণ, হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের স্বদেশী, তাইওয়ানের স্বদেশী ও বিদেশে প্রবাসী চীনা নাগরিকদের বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান।

সি চিন পিং বলেন, চলতি বছরে পুরো সিপিসি, বাহিনী ও বিভিন্ন জাতির সকল জনগণ ঐক্যবদ্ধভাবে চীনা বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্রের বিভিন্ন দায়িত্বের গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করবে। আমাদের উচিত জনগণের উপর নির্ভর করা এবং জনগণের জন্য মহান চীনা স্বপ্ন বাস্তবায়ন করার নিরন্তর চেষ্টা অব্যাহত রাখা।

চাং দে চিয়া, ইউ চেং শেং, চাং কাও লি, লি চান শু, ওয়াং ইয়াং, ওয়াং হু নিং, চাও লে চি ও হান চেংসহ সিপিসি ও দেশের গুরুত্বপূর্ণ নেতারা এবারের প্রীতিসম্মিলনীতে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবারের প্রীতিসম্মিলনী সভাপত্বিত করেন। (ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040