সিরিয়া সমস্যায় চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন মা ছাও স্যু
  2018-02-15 19:04:05  cri
ফেব্রুয়ারি ১৫: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি মা ছাও স্যু গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদে আয়োজিত সিরিয়া সমস্যা সম্পর্কিত উন্মুক্ত সম্মেলনে চীনের অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি বলেন, সম্প্রতি সোচিতে আয়োজিত সিরিয়ার জাতীয় সংলাপে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। এটি সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে এবং জেনেভা শান্তি আলোচনা পুনরুদ্ধারের জন্য সহায়ক। চীন রাশিয়াকে সোচি সংলাপ সফলভাবে আয়োজনের উদ্যোগের জন্য প্রশংসা করে এবং জাতিসংঘের এ সমস্যা সমাধানে প্রধান মধ্যস্থতা ভূমিকা পালন করা সমর্থন করে।

তিনি বলেন, রাজনৈতিক পদ্ধতি হল সিরিয়া সমস্যা সমাধানের একমাত্র পদ্ধতি। আন্তর্জাতিক সমাজের উচিত জেনেভা শান্তি আলোচনার অগ্রগতি লাভ করার চেষ্টা করা এবং আস্তানা সংলাপের যুদ্ধ বিরতি চুক্তি জোরদার করা, যাতে সিরিয়ার বিভিন্ন পক্ষের অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ পরিকল্পনা পাওয়া যায়। এ প্রক্রিয়ায় সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও ভূখন্ডের অখন্ডতা সম্মান ও সুরক্ষা করা হয়।

তিনি আরো বলেন, চীন বরারবই রাজনৈতিক পদ্ধতিতে সিরিয়ার সমস্যা সমাধানের ক্ষেত্রে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। চীন সরকার আন্তর্জাতিক সমাজের সঙ্গে মিলে এ সমস্যা সার্বিক, ন্যায্য ও যথাযথভাবে সমাধান করার চেষ্টা করতে ইচ্ছুক।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040