সারা চীনে নাগরিকরা বসন্ত উত্সব উদযাপন করেন
  2018-02-16 17:57:59  cri

ফেব্রুয়ারি ১৬: আজ (শুক্রবার) চীনা নববর্ষ বা বসন্ত উত্সবের প্রথম দিন। সারা চীনের বিভিন্ন স্থানে মানুষ বিভিন্ন পদ্ধতিতে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ উত্সব উদযাপন করছেন। আজকের অনুষ্ঠানে আমি এ নিয়ে কিছু কথা বলবো।

বসন্ত উত্সব উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে মন্দির মেলা, পার্ক পরিদর্শন, ফুল শোভাযাত্রা ও মুক্ত বক্তৃতাসহ মোট ৪৮০টি অনুষ্ঠান আয়োজিত হয়। বেইজিং শহরের সংস্কৃতি ব্যুরোর উপ পরিচালক মাদাম ফাং ওয়েই বলেন, এ বছর বেইজিং মন্দির মেলার একটি বৈশিষ্ট্য হল শীতকালীন অলিম্পিক গেমস। বেইজিংয়ের বসন্ত উত্সব উপলক্ষে আয়োজিত দশটি মন্দির মেলার মধ্যে ছয়টিতে শীতকালীন অলিম্পিক গেমসের বিষয় অন্তর্ভুক্ত আছে। এছাড়াও শিচিংশাং ডিস্ট্রিক্ট সরকার ও বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠিক কমিটির উদ্যোগে প্রথম বারের মত ক্রীড়া মেলা আয়োজিত হচ্ছে।

বসন্ত উত্সবের সময় বেইজিং শহরের সকল গ্রন্থাগার ও চিত্রশালা খোলা আছে। এছাড়াও বিভিন্ন ধরণের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার প্রদর্শনী ও ঐতিহ্যগত সংস্কৃতি প্রদর্শনী বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র ও সড়কে আয়োজিত হচ্ছে।

এদিকে চিয়াংসু প্রদেশের নানচিং শহরে ছিনহুয়াই লন্ঠন উৎসব হল চীনের সবচেয়ে প্রাচীন, অংশগ্রহণকারীদের সর্বাধিক সংখ্যা ও বৃহত্তম লন্ঠন উত্সব। এবারের উত্সবে অংশগ্রহণকারী জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারী কু ইয়ে লিয়াং বলেন, প্রতিবার ছিনহুয়াই লন্ঠন উত্সবে জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারী ২জন, প্রদেশিক পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারী ২জন ও শহর পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারী ১১জন অংশ নেন। এটি হল আমাদের গৌরবের বিষয়।

হোনান প্রদেশের লুওইয়াং শহরে কুয়ানলিন মন্দির মেলায় লন্ঠন প্রদর্শনীতে প্রাচীন চীনের দৃশ্য প্রদর্শিত হয়। ৯ হাজার ৯৯৯টি লন্ঠন দিয়ে অভিনন্দন জানানো হয়।

অন্তর্মঙ্গলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হোলিগের জেলার থাইগেদৌ গ্রামে প্রতি পরিবারে উৎসবের পরিবেশ দেখা যায়। প্রতি পরিবারে সবাই একসঙ্গে ঐতিহ্যগত খাবার রান্না করেন। চলতি বছরে তাঁদের প্রচুর ফলন হয়েছে এবং ই-কমার্সের মাধ্যমে সারা চীনে বিক্রী করেছেন। গ্রামের বাসিন্দা লিউ লি ইংয়ের পরিবার সদ্য সাজিয়েছেন। তিনি নতুন বছরে এই হোটেলটি খুলবেন।

শানদং প্রদেশের ইউ নামের একজন নারী বলেন, আমাদের দেশ সমৃদ্ধ হয়েছে, আমরাও ধনী হয়েছি। আমি আমার পরিবারের সবার সুস্বাস্থ্য, নিরাপদ ও আনন্দময় জীবন কামনা করি।

চিয়াংসি প্রদেশের লি স্যার বলেন, আগে আমরা বাবা মা'র সঙ্গে থাকতাম না। এবারের বসন্ত উত্সবের পর আমরা বাবা মাকে নিজ শহর থেকে বেইজিংয়ে নিয়ে আসব। আমরা পরিবারের সকলে একসঙ্গে থাকবো।

চীনা মানুষের নববর্ষের আশা খুবই সরল, কিন্তু এতে গভীর অনুভূতি রয়েছে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040