'বিনিময়'
  2018-02-16 18:57:59  cri



বন্ধুরা, গত সপ্তাহে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী হুয়াং সিয়াও হু'র সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আপনাদের মনে আছে? ১৯৯৭ সালে হুয়াং সিয়াও হু নাটকে অভিনয় করা শুরু করেন। ২০০১ সালে তিনি পুনরায় সংগীতজগতে ফিরে আসেন। সে-বছরের মে মাসে তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন। ১২ ডিসেম্বরে তিনি নিজের প্রযোজনায় অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে হুয়াং সিয়াও হু'র কন্ঠে একটি গান শোনাবো।

(গান ১)

২০০৬ সালের ৩১ মার্চ তিনি চীনা মূল ভূভাগে সংগীত নিয়ে কাজ শুরু করেন। ২০০৭ সালে তিনি তাইওয়ানের সংগীত প্রতিযোগিতাগুলোতে বিচারকের দায়িত্ব পালন শুরু করেন। এখন আমি আপনাদেরকে হুয়াং সিয়াও হু'র কন্ঠে 'বিনিময়' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন 'বিনিময়' গানটি। ২০০৮ সালের সেপ্টেম্বর তিনি শাংহাই টিভি কেন্দ্রের সংগীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন শুরু করেন। ২০০৯ সালের ডিসেম্বরে তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি তাইওয়ানে ৫০ হাজার কপি বিক্রি হয়। এখন আমি আপনাদেরকে হুয়াং সিয়াও হু'র কন্ঠে 'নীল আকাশ' শিরোনামের গান শোনাবো।

(গান ৩)

২০১১ সালের ১৪ জানুয়ারি তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালের ২৭ মার্চে আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়। ২০১৩ সালের ৮ মে-ও একটি অ্যালবাম প্রকাশ করেন। একই বছরে তিনি টিভি অনুষ্ঠানে অংশ নেওয়া শুরু করেন। এখন শুনবেন তাঁর কন্ঠে 'আগের চন্দ্রপ্রভা' শীর্ষক গান।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন হুয়াং সিয়াও হু'র কন্ঠে 'আগের চন্দ্রপ্রভা' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে হুয়াং সিয়াও হু'র কন্ঠে সবচেয়ে জনপ্রিয় গান 'এত সহজ না' গানটি। গানটি ২০০৯ সালে রিলিজ হয় এবং সে-বছর সবচেয়ে জনপ্রিয় গানের পুরষ্কার লাভ করে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হুয়াং সিয়াও হু'র কন্ঠে 'এত সহজ না' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে আরেকটি সুন্দর গান শোনাবো। গানটির কথা হুয়াং সিয়াও হু নিজে লিখেছেন। এটি ২০১১ সালে রিলিজ হয়।

(গান ৬)

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান 'তোমার জন্য গান'। শুনছিলেন হুয়াং সিয়াও হু'র কন্ঠে গান। এখন আমি তাঁর কন্ঠে 'তুমি আমার চোখ' শীর্ষক গান আপনাদের শোনাবো। গানটি ২০০৪ সালে রিলিজ হয়।

(গান ৭)

শুনছিলেন হুয়াং সিয়াও হু'র কন্ঠে 'তুমি আমার চোখ' গানটি। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'হঠাৎ স্বার্থপর' শিরোনামের গান শোনাবো। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৮)

বন্ধুরা, শুনছিলেন হুয়াং সিয়াও হু'র কন্ঠে 'হঠাত্ স্বার্থপর' শীর্ষক গান। আজকের অনুষ্ঠানের শেষ দিকে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'এখন সেখানে কয়টা বাজে?' শিরোনামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040