দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে ইচ্ছুক তুরস্ক ও যুক্তরাষ্ট্র
  2018-02-17 15:44:50  cri
ফেব্রুয়ারি ১৭: বিভিন্ন ইস্যুতে বিরোধের ফলে শীতল-হওয়া- সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। এ-ব্যাপারে যৌথভাবে কাজ করতেও রাজি হয়েছে দু'পক্ষ। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গতকাল (শুক্রবার) আঙ্কারায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠকশেষে, এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ-তথ্য জানান।

তিনি বলেন, দু'দেশ বিভিন্ন বিতর্কিত ইস্যুতে কাজ করতে ও বিদ্যমান বিরোধ মিটিয়ে ফেলতে একটা নতুন ব্যবস্থা গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে। প্রস্তাবিত নতুন ব্যবস্থার উদ্দেশ্য হবে, ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসদমনসহ বিভিন্ন সমস্যার প্রশ্নে পারস্পরিক বিরোধ মিটিয়ে ফেলা।

সাংবাদিক সম্মেলনে টিলারসন বলেন, নিজের ভূখণ্ড ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় তুরস্কের অধিকারকে তার দেশ স্বীকার করে। তবে, তুরস্কের উচিত সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে সহিষ্ণুতার পরিচয় দেওয়া। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040