চীনে পণ্য-রফতানি বাড়াবে বেলারুস
  2018-02-17 16:45:01  cri
ফেব্রুয়ারি ১৭: চলতি বছর চীনে পণ্য-রফতানি ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা করেছে বেলারুস। গতকাল (শুক্রবার) দেশটির সরকারি তথ্য ব্যুরো এ-কথা জানায়।

ব্যুরোর রিপোর্ট অনুসারে, চলতি বছর চীনে পণ্য-রফতানির পরিমাণ গেল বছরের চেয়ের ৪৪ শতাংশ বেশি হবে।

এ ছাড়া, চলতি বছর দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ায় পণ্য-রফতানির পরিমাণ ৪৫ শতাংশ করে বাড়াবে বেলারুস। ভিয়েতনাম, আর্জেটিনা ও ব্রাজিলেও পণ্য-রফতানি ৩০ শতাংশ করে বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি।

উল্লেখ্য, বর্তমানে চীন বেলারুসের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040