ইসরাইলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ ফিলিস্তিনি আহত
  2018-02-17 18:34:30  cri
ফেব্রুয়ারি ১৭: গাজা ও পশ্চিম তীরে, গতকাল (শুক্রবার) স্থানীয় সময় বিকেলে, ইসরাইলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ জন বেসামরিক ফিলিস্তিনি আহত হয়েছে। স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে সিনহুয়া এ-তথ্য জানায়।

গাজা স্বাস্থ্য মন্ত্রনালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা সিনহুয়াকে জানান, পূর্ব গাজায় আহত হয়েছে অন্তত ২৩ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক ডজন বিক্ষুব্ধ ফিলিস্তিনি ইসরাইল-বিরোধী শ্লোগান দিয়ে গাজা-ইসরাইল সীমান্তে নিয়োজিত ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। তখন ইসরাইলি সৈন্যরা প্রথমে টিয়ার গ্যাস ও রাবার বুলেট এবং পরে আসল গুলি বর্ষণ করে। এতে ফিলিস্তিনিরা আহত হয়।

অন্যদিকে, পশ্চিম তীর থেকে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি এক ই-মেইল বার্তায় জানিয়েছে, নাবলুস, হেবরন ও রামাল্লায় বিক্ষোভ প্রদর্শনের সময় টিয়ার গ্যাসের আঘাতে অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে, প্রতি শুক্রবারেই গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিরা বিক্ষোভ প্রদর্শন করে আসছে। (আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040